Fuming Pakistan fan hurls abuses. (Photo Credits: Twitter)

পিসিএল সহ ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করলেও কিছুতেই পাকিস্তানের জাতীয় দলে জায়গা দেওয়া হচ্ছিল না আজম খান (Azam Khan)-কে। বাকি ক্রিকেটাদের চেয়ে অনেকটা ভারী চেহারার আজম অবশেষে সুযোগ পান আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজে। একটা সময় আজমের ওজন ছিল ১১০ কেজি। ৩০ কেজি ওজন কমিয়ে জাতীয় দলে জায়গা পেয়ে হতাশ করছেন। প্রথম ম্যাচের পর রবিবার শারজায় টি-২০ সিরিজের দ্বিতীয় খেলায় রশিদ খানদের বিরুদ্ধে ফের ব্যর্থ হন আজম খান। ৬ নম্বরে নেমে ৪ বলে খেলে মাত্র এক রান করে রশিদ খানের বলে এলবি হয়ে ফিরে যান আজম।

চলতি টি-২০ সিরিজের প্রথম ম্যাচের ২৪ বছরের পাক উইকেটকিপার-ব্যাটর আজম খান শূন্য রানে আউট হয়েছিলেন। আরও পড়ুন-মহিলাদের প্রথম আইপিএল জিতল মুম্বই ইন্ডিয়ন্স

দেখুন সেই ভিডিয়ো

টানা দুটো ম্যাচে ব্যর্থ হওয়ায় শারজার গ্যালারি থেকে আজমের চেহারা কটাক্ষ করে আপত্তিকর অঙ্গভঙ্গী করতে দেখা গেল পাক সমর্থকদের। টানা দুটো ম্যাচে হেরে আফগানিস্তানের কাছে এই প্রথম সিরিজ হারল পাকিস্তান। তা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন পাক সমর্থকরা।