নিওন (সুইজারল্যান্ড), ২৬ অগাস্ট: প্রত্যাশিতভাবেই ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার পেলেন ফ্রান্স তথা রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার করিম বেঞ্জিমা। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, সুপার কাপ এনে দেওয়ার নায়ক বেঞ্জিমা জিতে নিলেন উয়েফার বিচারে মহাদেশের সেরা পুরুষ ফুটবলারের পুরস্কার। গত মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে ১৫টি গোল, লিগায় ২৭টি গোল করেছিলেন বেঞ্জিমা (মরসুমে মোট ৪৪টি গোল)। রিয়ালের ত্রিমুকুট জয়ের পিছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল ৪৪টি গোল করা বেঞ্জিমার। সেই সুবাদেই ইউরোপিয়ান ফুটবলের বড় পুরস্কারটি জিতলেন তিনি।
কেভিন দি ব্র্রুইন (ম্যান সিটি), থিবাউট (গোলকিপার, রিয়াল মাদ্রিদ)-কে পিছনে ফেলে ফুটবল বিশ্বের এক নম্বর মহাদেশের বর্ষসেরা ফুটবলার হলেন বেঞ্জিমা। উয়েফা বর্ষসেরার পুরস্কার তাঁর কেরিয়ারে এই প্রথম জিতলেন বেঞ্জিমা। যেখানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই পুরস্কার জিতেছেন ৩বার, ২ বার মেসি। যদিও রোনাল্ডো ও মেসি-র মধ্যে কেউ গত পাঁচ বছর উয়েফার বর্ষসেরা পুরস্কার পাননি। আরও পড়ুন- প্রণয়ের হার, ডবলসে পদক এলেও, বিশ্ব ব্যাডমিন্টনে সিঙ্গলসে শূন্য হাতে ভারত
এবার তো মেসি, রোনাল্ডোর মধ্যে কেউ প্রথম ১৫-তেও থাকেননি। গত বছর উয়েফার বর্ষসেরা হয়েছিলেন চেলসির ইতালিয়ান মিডফিল্ডার জর্জিনহো। এবার উয়েফার বর্ষসেরা পুরস্কার জিতে এবার ব্যালন ডি'অর জেতার পথ বেঞ্জিমার কাছে কতটা সহজ হয় সেটাই দেখার।
চ্যাম্পিয়ন লিগ সহ ত্রিমুকুট জয়ী রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনসেলোত্তি জিতলেন বর্ষসেরা কোচের পুরস্কার। মহিলাদের বিভাগে বর্ষসেরা ফুটবলার হলেন বার্সোলানার আলেক্সিয়া পুতেলাস।
উয়েফা পুরস্কার ২০২২
সেরা পুরুষ ফুটবলার: করিম বেঞ্জিমা (ফ্রান্স, রিয়াল মাদ্রিদ)
সেরা মহিলা ফুটবলার: আলেক্সিয়া পুতেলাস ( স্পেন, বার্সলোনা)
সেরা কোচ (পুরুষদের): কার্লো আনসেলোত্তি (রিয়াল মাদ্রিদ)
সেরা কোচ(মহিলাদের): সারিনা উইগম্যান (ইংল্যান্ড মহিলা দল)
উয়েফা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড: আরিওগো সাচ্চি