টোকিও, ২৬ অগাস্ট: ডবলসে পদক নিশ্চিত হলেও, বিশ্ব ব্যাডমিন্টনে সিঙ্গলসে হৃদয়ভঙ্গ হল ভারতীয়দের। একটুর জন্য বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পুরষদের সিঙ্গলসের সেমিফাইনালে ওঠা হল না এইচ এস প্রণয়ের। শুক্রবার টোকিওতে কোয়ার্টার ফাইনালে চিনের ঝাও জুন পেংয়ের বিরুদ্ধে প্রথম গেমে জিতেও শেষ অবধি বিদায় নিতে হল প্রণয়কে। প্রথম গেমে ২১-১৯ জেতার পর, দ্বিতীয় গেমে প্রণয় হারেন ৬-২১। প্রণয় প্রথম গেমের শেষর দিকে চোট পেয়েছিলেন। দ্বিতীয় গেমে তাঁকে খোঁড়াতেও দেখা যায়। তারপর তৃতীয় তথা নির্ধারক গেমে ১৮-২১ হেরে শেষ আট থেকে বিদায় নিলেন প্রণয়। তৃতীয় গেমে বেশ কিছু ভুল না করলে ফল অন্যরকম কিছু হতেই পারত।
ক দিন আগে কমনওয়েলথ গেমসে সোনা জয়ী লক্ষ্য সেন-কে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন প্রণয়। প্রণয়ের হারের সঙ্গে চলতি বিশ্ব ব্যাডমিন্টনে পুরুষদের সিঙ্গলসে ভারতের চ্যালেঞ্জ হল। পিভি সিন্ধু চোটের কারণে না খেলায় সাইনা নেহওয়ালই ছিলেন মহিলাদের সিঙ্গলসে ভারতের বাজি। কিন্তু সাইনাও প্রি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন। ফলে এবার বিশ্ব ব্যাডমিন্টনে সিঙ্গলসে ভারতীয়দের খালি হাতেই ফিরতে হচ্ছে। গতবার বিশ্ব ব্যাডমিন্টনে পুুরুষদের সিঙ্গলসে রুপো ও ব্রোঞ্জ দুটোই জিতেছিলেন ভারতীয়রা। রুপো জিতেছিলেন কিদাম্বি শ্রীকান্ত আর ব্রোঞ্জ পেয়েছিলেন লক্ষ্য সেন। আরও পড়ুন-এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদির সঙ্গে সাক্ষাৎ কোহলিদের, দেখুন ভিডিও
দেখুন টুইট
HS Prannoy goes down fighting in the quarterfinals!💔
He loses against China's Zhao Jun Peng despite overcoming an injury during the match and putting up a brave fight.
Score: 21-19, 6-21, 18-21#BWFWorldChampionships2022 pic.twitter.com/X3U1NnBMAR
— The Bridge (@the_bridge_in) August 26, 2022
তবে পুরুষদের ডবলসে ঐতিহাসিক পদক এল। এই প্রথম বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ডবলস থেকে পদক পেল ভারত। বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে (BWF World Championships 2022) পুরুষদের ডাবলসের (Men's Doubles)সেমিফাইনালে পৌঁছলেন সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty)। জাপানের তাকুরো হকি এবং ইউগো কোবায়াশিকে পরাজিত পদক নিশ্চিত করেছে এই ভারতীয় জুটি। এই প্রথমবার ভারতের ডাবল প্লেয়াররা বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক নিশ্চিত করল।