Football World Cup Champions. (Photo Credits:X)

পার্থ প্রতিম চন্দ্র: FIFA World Cup Champions: ফুটবলের সর্বোচ্চ নিয়মক সংস্থা ফিফা-র বেশ কয়েকটি বিশ্বকাপ আয়োজিত। পুরুষ ও মহিলাদের ফুটবলে বিভিন্ন বয়সভিত্তিক বিশ্বকাপের আয়োজন করে ফিফা। পুরুষদের ক্ষেত্রে তিনটি ও মহিলাদের ক্ষেত্রে তিনটি আলাদা আলাদা ফুটবল বিশ্বকাপ হয়। পুরুষদের তিনটি ফিফা বিশ্বকাপ হল-১) ছেলেদের অনুর্ধ্ব ১৭ (FIFA Under-17 World Cup), ২) যুবদের অনুর্ধ্ব ২০ (FIFA Under-20 World Cup), ও ৩) পুরুষদের ফিফা বিশ্বকাপ (FIFA Men's World Cup)। মহিলাদের ক্ষেত্রেও ঠিক একই ধরনের তিনটি বিশ্বকাপ হয়- ১) মেয়েদের অনুর্ধ্ব ১৭ (FIFA Under-17 World Cup) , ২) যুবদের অনুর্ধ্ব ২০ (FIFA Women's Under-20 World Cup), ও ৩) মহিলাদের ফিফা বিশ্বকাপ (FIFA Women's World Cup)। পুরুষদের ফুটবল বিশ্বকাপ শুরু হয় ১৯৩০ সাল থেকে উরুগুয়ে। মহিলাদের ফুটবল বিশ্বকাপের শুরু হয় ১৯৯১ সাল থেকে। মহিলাদের প্রথম ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছিল চিন। ছেলেদের অনুর্ধ্ব ২০ যুব বিশ্বকাপ শুরু হয় ১৯৭৭ সাল থেকে। প্রতি দুবছর আয়োজিত হয় এই বয়সবিত্তিক বিশ্বকাপ। সেখানে ফিফা ছেলেদের অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ শুরু হয় 1985 সাল থেকে, চিনে। মহিলাদের অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের প্রথমবার আয়োজন হয়েছিল 2008 সাল থেকে নিউ জিল্যান্ডে। বয়সভিত্তিক ফিফা বিশ্বকাপগুলি দু বছর অন্তর হয়। আর পুরুষ ও মহিলাদের বিশ্বকাপ হয় প্রতি চার বছর অন্তর অন্তর।

মোট ৬টি ফিফা বিশ্বকাপ আয়োজিত হয়

ফিফা মোট ৬টি পৃথক বিশ্বকাপ টুর্নামেন্ট (৪টি যুব বিভাগ + ২টি সিনিয়র বিভাগ)-এর আয়োজন করে। এই বিশ্বকাপগুলির মধ্যে উত্তর কোরিয়া দুটি চ্যাম্পিয়ন, আর্জেন্টিনা, স্পেন, মরক্কো, ও জার্মানিতে একটিতে ট্রফি জিতেছে। এখন মরক্কোয় চলছে মহিলাদের অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ। আজ, সোমবারই চিলিতে আয়োজিত ছেলেদের অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মরক্কো। এই প্রথম মরক্কো কোনও ফিফা বিশ্বকাপে খেতাব জিতল। গত ২০২২ পুরুষদের বিশ্বকাপের সেমিফাইনালে উঠে চমকে দিয়েছিল আফ্রিকার দেশ মরক্কো।

বিশ্ব চ্যাম্পিয়নরা: উত্তর কোরিয়া (২টি), আর্জেন্টিনা, স্পেন, মরক্কো, জার্মানি

অবাক করা কথা হল, ফুটবল বিশ্বে অনামি উত্তর কোরিয়া এখন দুটি ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন। দুটিই মেয়েদের বিশ্বকাপ (অনুর্ধ্ব ১৭ ও অনুর্ধ্ব ২০)। পুরুষদের অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের খেতাবটা এখন জার্মানির দখলে রয়েছে। আর পুরুষদের বিশ্বকাপ চ্যাম্পিয়ন এখন আর্জেন্টিনা আর মহিলাদের স্পেন।

পুরুষদের ফুটবলে তিন বিশ্বচ্যাম্পিয়নরা

পুরুষদের: আর্জেন্টিনা

যুবদের (অনুর্ধ্ব ২০): মরক্কো

তরুণদের (অনুর্ধ্ব ১৭): জার্মানি

মহিলাদের ফুটবলে তিন বিশ্বচ্যাম্পিয়নরা

মহিলাদের: স্পেন

যুবতীদের (অনুর্ধ্ব ২০): উত্তর কোরিয়া

তরুণীদের (অনুর্ধ্ব ১৭): উত্তর কোরিয়া

অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা

ছেলে: জার্মানি (২০২৩ ইন্দোনেশিয়ায় আয়োজিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন), রানার্স: ফ্রান্স।।

মেয়ে: উত্তর কোরিয়া (২০২৪ ডোমেনিকান রিপাবলিকে আয়োজিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন), রানার্স-স্পেন।।

ছেলেদের পরবর্তী বিশ্বকাপ (অনুর্ধ্ব ১৭): ৩-২৭ নভেম্বর, ২০২৫ সাল। আয়োজক- কাতার।

মেয়েদের পরবর্তী বিশ্বকাপ (অনুর্ধ্ব ১৭): মরক্কোয় এখন চলছে। ফাইনাল: ৮ নভেম্বর।

অনুর্ধ্ব ২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা

পুরুষ: মরক্কো (২০২৫ চিলিতে আয়োজিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন), রানার্স: আর্জেন্টিনা।

মহিলা: উত্তর কোরিয়া (২০২৪ কলম্বিয়ায় আয়োজিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন), রানার্স: জাপান।

ছেলেদের পরবর্তী যুব বিশ্বকাপ: ২০২৭ সালের সেপ্টেম্বরে। আয়োজক: উজবেকিস্তান ও আজারবাইজান।

মহিলাদের পরবর্তী যুব বিশ্বকাপ: ২০২৬ সালের সেপ্টেম্বরে। আয়োজক: পোল্যান্ড।

সিনিয়র বিশ্বকাপ চ্যাম্পিয়নরা

পুরুষ: আর্জেন্টিনা (২০২২ বিশ্বকাপে কাতারে আয়োজিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন), রানার্স: ফ্রান্স।।

মহিলা: স্পেন (২০২৩ অস্ট্রেলিয়া- নিউ জিল্যান্ডে আয়োজিত বিশ্বকাপে চ্যাম্পিয়ন), রানার্স: ইংল্যান্ড।।

পুরুষদের পরবর্তী বিশ্বকাপ: ২০২৬ সালের জুনে। আয়োজক: আমেরিকা, মেক্সিকো ও কানাডা।

মহিলাদের পরবর্তী বিশ্বকাপ: ২০২৭ সালের জুনে। আয়োজক: ব্রাজিল।