প্যারিস, ১৩ জুন: ৫২ বছরের মধ্যে প্রথম খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ডস্লাম একাধিকবার জয় করার রেকর্ড গড়লেন নোভাক জকোভিচ। দু সেটে পিছিয়ে পড়েও গ্র্যান্ডস্লামে ফাইনালে জেতার নজির গড়লেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। রবিবার ফরাসি ওপেনে (French Open 2021) পুরুষদের সিঙ্গলসের নাটকীয় ফাইনালে জকোভিচ ৬-৭, ২-৬, ৬-৩, ৬-২,৬-৪ হারালেন গ্রিসের স্টিফেনোস সিতোপাস (Stefanos Tsitsipas)-কে। প্যারিসে খেতাব জিতে কেরিয়ারের ১৯তম গ্র্যান্ডস্লামটা জিতে নিলেন সার্বিয়ার ৩৪ বছরের নোভাক। রজার ফেডেরার, রাফায়েল নাদালের রেকর্ড ২০টা গ্র্যান্ডস্লাম জয় থেকে আর মাত্র একটা গ্র্যান্ডস্লাম দূরে জকোভিচ। পাশাপাশি ২০১৬ সালের পর তাঁর দ্বিতীয় ফরাসি ওপেনের খেতাবটাও জিতলেন জকোভিচ। আরও পড়ুন: ক্রোটদের হারিয়ে বিশ্বকাপের সেমিতে হারের শোধ ইংল্যান্ডের
সেমিফাইনালে যেভাবে নাদালের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জিতেছিলেন, ঠিক সেই জেদ-সেই স্পিরিটটা নিয়ে এদিন গ্রিক মহাকাব্য রুখে জীবনের সেরা গ্র্যান্ডস্লামটা জিতলেন জকোভিচ। নিজের একেবারে পছন্দের সারফেসে না হয়েও গোটা টুর্নামেন্টে যে খেলাটা জকোভিচ খেললেন, তা আইফেল টাওয়ারের দেশ দীর্ঘদিন খোদাই করে রেখে দেবে। ১৩টা গ্র্যান্ডস্লাম জিতে রাফায়েল নাদাল যদি প্যারিসের মহারাজা হন, তাহলে পরপর দুটো ম্যাচে পিছিয়ে থেকেও এভাবে জিতে নোভাক জকোভিচ প্যারিসের কামব্যাক সুপারম্যানের উপাধিটা পেতেই পারেন। চলতি বছর দুটো গ্র্যান্ডস্লামের দুটোতেই চ্যাম্পিয়ন হলেন জকোভিচ। উইম্বলডনেও ফেভারিট হিসেবে নামছেন সেটা বলার অপেক্ষা রাখে না।
🇷🇸 Djokovic Jubilation 🇷🇸@DjokerNole lands Grand Slam title No.19 and his second in Paris, defeating Tsitsipas 6-7(6), 2-6, 6-3, 6-2, 6-4.#RolandGarros pic.twitter.com/lsG64N0s9q
— Roland-Garros (@rolandgarros) June 13, 2021
এদিন ফাইনালে প্রথম সেটে টাইব্রেকারে হারের পর, দ্বিতীয় সেটে জকোভিচ যখন ২-৬ হারলেন, তখন অনেকেই ভেবেছিলেন নাদালকে হারিয়ে ক্লান্ত হয়ে পড়ে ফাইনালে নেমেছেন বলেই জোকার এভাবে চোক করলেন। কিন্তু দু সেটে পিছিয়ে পড়ার পর যে খেলাটা জকোভিচ খেললেন তাতে সিতোপাস দেশে ফিরে বলতেই পারেন, আমার বিরুদ্ধে শেষের তিনটে সেটে কোনও মানুষ নয়, মেশিন খেলল। তৃতীয় ও চতুর্থ সেটে সিতোপাসকে দাঁড়াতেই দিলেন না জোকার। জিতলেন ৬-৩, ৬-৪। পঞ্চম তথা নির্ণায়ক সেটে মোক্ষম সময়ে সিতোপাসের গেম ভেঙে ম্যাচের মোড় সম্পূর্ণভাবে নিজের দিকে নিয়ে নেন। বাকিটা ইতিহাস। নাদাল যদি খেলাটা দেখে থাকেন, খুশিই হবেন। তাঁর সাম্রাজ্যের নতুন সম্রাট যোগ্য মানুষ। বড্ড যোগ্য মানুষ।
এক ঝলকে জকোভিচের ১৯টি গ্র্যান্ডস্লাম
অস্ট্রেলিয়ান ওপেন- ৯ বার, উইম্বলডন- ৫বার, ফরাসি ওপেন-২ বার, ইউএস ওপেন- ৩ বার।