Kylian Mbappe (Photo Credit: @IBZBLUE/ X)

ইউরো চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় আজ মুখোমুখি হবে ইউরোপের অন্যতম সেরা দল বেলজিয়াম ও দুইবারের ইউরো ও বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। জার্মানিতে আয়োজিত এবারের ইউরোর আসরে হট ফেভারিট হিসেবেই যাত্রা শুরু করেছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। যদিও গ্রুপ পর্বে নেদারল্যান্ডস ও পোল্যান্ডের সঙ্গে পরপর দুই ম্যাচে ড্র করে দিদিয়ের দেশমের দল। অস্ট্রিয়া ম্যাচে নাকে চোট পাওয়ায় ডাচদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে খেলেননি এমবাপ্পে। সে ম্যাচে জয় পাইনি ফ্রান্সও। । এর পরও ৫ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে উঠেছে দুইবারের সাবেক চ্যাম্পিয়নরা।  অন্যদিকে কেভিন ডি ব্রুইন, রোমেলু লুকাকুরাও নিজেদের সেরা ফর্মটা এখনো খুঁজে পায়নি। স্লোভাকিয়ার কাছে হার দিয়ে শুরুর পর দ্বিতীয় ম্যাচে তারা রোমানিয়াকে হারায়। শেষ ম্যাচে ইউক্রেনের সঙ্গে গোলশূন্য ড্র করে নকআউটের টিকিট পেয়ে যায় বেলজিয়াম। আজ তাদের সামনে তারকাখচিত ফ্রান্স।

কবে, কোথায় আয়োজিত হবে ফ্রান্স বনাম বেলজিয়াম , রাউন্ড অফ ১৬, ইউরো ২০২৪ ম্যাচ?

১ জুলাই জার্মানির ডুসেলডর্ফ অ্যারেনায় ইউরো ২০২৪, রাউন্ড অফ ১৬ ম্যাচে মুখোমুখি হবে ফ্রান্স বনাম বেলজিয়াম ।

কখন থেকে শুরু হবে ফ্রান্স বনাম বেলজিয়াম , রাউন্ড অফ ১৬, ইউরো ২০২৪ ম্যাচ?

ফ্রান্স বনাম বেলজিয়াম , রাউন্ড অফ ১৬, ইউরো ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৯ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় রাত ১০টায়।

জেনে নিন টিভিতে কোথায় ফ্রান্স বনাম বেলজিয়াম , রাউন্ড অফ ১৬, ইউরো ২০২৪ ম্যাচ

সরাসরি টিভিতে ফ্রান্স বনাম বেলজিয়াম , রাউন্ড অফ ১৬, ইউরো ২০২৪ ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network) এবং বাংলাদেশে সোনি সিক্সে (Sony Six) দেখানো হবে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ফ্রান্স বনাম বেলজিয়াম , রাউন্ড অফ ১৬, ইউরো ২০২৪ ম্যাচ

সোনি-লিভ (Sony-Liv) অ্যাপ ও ওয়েবসাইটে ফ্রান্স বনাম বেলজিয়াম , রাউন্ড অফ ১৬, ইউরো ২০২৪ ম্যাচ সরাসরি দেখা যাবে।