জামনগর (Jamnagar) রাজ পরিবারের উত্তরসূরি হিসেবে সিংহাসনে বসছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা (Ajay Jadeja)। শুক্রবার রাজ পরিবারের তরফ থেকে একটি চিঠির মাধ্যমে উত্তরসূরির নাম ঘোষণা করেন শত্রুশ্যাল্যজি মহারাজ। আসলে শত্রুশ্যাল্যজির নিজের কোনও সন্তান নেই, তাই দৌলতসিং জাদেজার সন্তান অজয়কেই এই সিংহাসনের দায়িত্ব দিচ্ছেন শত্রুশ্যাল্যজি। এই চিঠিতে জানানো হয়েছে, পাণ্ডবরা বিজয়ী হয়েছিলেন এই দশেরার দিন। তাই এই শুভদিনে আমরা অজয় জাদেজার নাম ঘোষণা করলাম। আসলে অজয়ের মতো যোগ্য উত্তরসূরি দ্বিতীয় কেউ নেই। আশা করব, উনি জামনগরের বাসিন্দাদের জন্য তিনি কাজ করবেন এবং সঠিক সিদ্ধান্ত বেন।
প্রসঙ্গত, শত্রুশ্যাল্যজির জমানাতেই নওয়াননগরের নাম বদলে জামনগর রাখা হয়। শত্রুশ্যাল্যজির বারা দ্বীগবিজয় সিং ৩৩ বছর ধরে রাজ্যপাট সামলেছেন। এই রাজ পরিবারের অবদান ভারতীয় ক্রিকেট যথেষ্ট রয়েছে। শত্রুশ্যাল্যজি প্রথম শ্রেণির ক্রিকেটার খেলতেন। এছাড়া কেএস রঞ্জিতসিংজি জাদেজা ও দলীপসিংজি জাদেজা ক্রিকেট দুনিয়ায় যথেষ্ট জনপ্রিয় নাম। তাঁদের মামে দলীপ ট্রফি ও রঞ্জি ট্রফির নামকরণ করা হয়েছিল।
JAMSAHEB AJAY JADEJA...!!!
- Ajay Jadeja has been announced as the next Jamsaheb of Nawanagar. #jamsaheb #ajayjadeja @AjayJadeja171 #Cricket pic.twitter.com/Gwik5op1C9
— Vijaysinh gohil (@vijaysinh_907) October 12, 2024