আগামী মাসে ২০২৬ বিশ্বকাপ এর বাছাই পর্বে নিজেদের শেষ দুই ম্যাচে ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে খেলবে স্ক্যালোনির দল। সেই দুইটি ম্যাচের জন্য ৩১ জনের স্কোয়াড ঘোষণা করল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (AFA)। লিওনেল মেসিকে স্কোয়াডে রেখে নতুন মুখ হিসেবে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের আর্জেন্টাইন স্ট্রাইকার হোসে মানুয়েল লোপেজকে ডেকেছেন আর্জেন্টিনার কোচ। লাৎসিও স্ট্রাইকার ভালেন্তিন কাস্তেয়ানোসের জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন এ মৌসুমে ৪২ ম্যাচে ১৫ গোল করা ২৪ বছর বয়সী লোপেজ। গত জুনে বাছাইপর্বের যে স্কোয়াড স্কালোনি ঘোষণা করেন, সেখানে আরও কিছু পরিবর্তন এনে এবারের স্কোয়াড ঘোষণা করেছেন তিনি। এনজো ফার্নান্দেজ, নিকো দমিনগেজ ও ভালেন্তিন বার্কোর জায়গায় ডাক পেয়েছেন হুলিও সোলের, অ্যালান ভারেলা ও ভালেন্তিন কারবোনি।
৩১ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা
Argentina’s squad for September WCQ is out.
The core stays strong with Dibu, Cuti, De Paul, Messi & Lautaro.
Fresh blood in Echeverri, Mastantuono (17), Paz, Carboni, plus first calls for José Manuel López & Alan Varela.
A great mix… but one glaring question: where’s Matías… pic.twitter.com/CO8uKkfnlk
— Sivan John 🇦🇷 (@SivanJohn_) August 18, 2025
২০২৬ বিশ্বকাপে ইতিমধ্যেই খেলার যোগ্যতা অর্জন করেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে ১০ দলের পয়েন্ট তালিকায় ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে স্কালোনির দল। আগামী ৫ সেপ্টেম্বর ভোরে ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা। মাঝে চার দিন বিরতির পর ১০ সেপ্টেম্বর বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর।
সম্পূর্ণ ৩১ জনের স্কোয়াড
গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, হেরেনিমো রুলি, ওয়াল্টার বেনিতেজ।
ডিফেন্ডার: ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, হুয়ান ফয়েথ, লিওনার্দো বালের্দি, ফাকুন্দো মেদিনা, নিকোলাস তাগলিয়াফিকো, মার্কাস আকুনিয়া, জুলিও সোলার, গঞ্জালো মন্টিয়েল।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস পাজ, এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো ডি পল, থিয়াগো আলমাদা, জিওভানি লো সেলসো, ক্লাদিও এচেভেরি, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, ভ্যালেন্টাইন কার্বোনি, অ্যালান ভারেলা, অ্যালিক্সেস ম্যাক অ্যালিস্টার।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, নিকোলাস গঞ্জালেস, গিলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া, হোসে ম্যানুয়েল লোপেজ।