ইংলিশ প্রিমিয়ার লিগে শুক্রবার লন্ডন স্টেডিয়ামে (London Stadium) স্থানীয় প্রতিপক্ষ ব্রেন্টফোর্ডের (Brentford) বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড (West Ham United)। সোমবার আর্সেনালের (Arsenal) বিরুদ্ধে ফের লিগ অভিযান শুরু করল স্বাগতিকরা। পেনাল্টি থেকে গোলের খাতা খোলেন সাইদ বেনরাহমা (Said Benrahma)। কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণ প্রত্যাবর্তন ঘটিয়ে ঘরের মাঠে ৩-১ গোলের জয় নিশ্চিত করেন লিগ লিডাররা। সোমবার ঘরের মাঠে লন্ডনের প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পারকে ( Tottenham Hotspur) হারিয়ে লিগ অভিযান শুরু করেছে ব্রেন্টফোর্ড। ভিতালি জ্যানেল্ট (Vitaly Janelt) ও ইভান টনির (Ivan Toney) গোলে তারা দুই গোলে এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে স্পার্সের (Spurs) জোড়া গোলে খেলা ২-২ গোলে ড্র হয়। লিগের শেষ চার ম্যাচে অপরাজিত তারা।
কবে, কোথায় আয়োজিত হবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড বনাম ব্রেন্টফোর্ড?
৩১ ডিসেম্বর, বৃহস্পতিবার লন্ডন স্টেডিয়ামে (London Stadium) ব্রেন্টফোর্ডের (Brentford) মুখোমুখি হবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড (West Ham United)।
কখন থেকে শুরু হবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড বনাম ব্রেন্টফোর্ড?
প্রিমিয়ার লিগে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড বনাম ব্রেন্টফোর্ড ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ১ঃ১৫-তে (৩১ ডিসেম্বর) ।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ডিজনি+ হটস্টার (Disney+ Hotstar app) অ্যাপে।
Back-to-back #PL action has our #PassionUnlimited ?out on display in full force! ?
_________ goals will be scored in #GW18 – predict! pic.twitter.com/xOKedKd1CC
— Star Sports Football (@StarFootball) December 29, 2022