Bengal Football Team. (Photo Credits: X)

হায়দরাবাদ, ৩১ ডিসেম্বর: Bengal crowned champions of the 78th edition of the Santosh Trophy after defeating Kerala: নতুন বছরের মুখে ফুটবলে ফিরল বাঙালির রাজ। ফুটবলে ভারতসেরা বাংলা। ৬ বছর পর সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হল বাংলা। হায়দরাবাদের গাচ্চিবৌলি স্টেডিয়ামে মঙ্গলবার ফাইনালে কেরলকে ১-০ গোলে হারিয়ে ৩৩ বার সন্তোষ ট্রফি জিতল সঞ্জয় সেনের কোচিংয়ে খেলা বাংলা। খেলার একেবারে শেষ মুহূর্তে (৯০+৪ মিনিটে) রবি হাঁসদা-র করা গোলে জিতে ভারতসেরা হল বাংলা। টুর্নামেন্টে এক ডজন গোল করে রবি হাঁসদা টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়ে বাংলার নায়ক বনে গেলেন। নতুন বছর শুরুর ঠিক কয়েক ঘণ্টা আগে বঙ্গবাসীকে ভারতসেরা হওয়ার স্বাদ দিল সঞ্জয় সেন ব্রিগেড।

কেরলকে হারিয়ে ৩৩তম বারের জন্য সন্তোষ ট্রফি জিতল বাংলা দল। কেরলকে ১-০ হারাল। ম্যাচের অন্তিম লগ্নে গোল করে বাংলা দলকে জেতালেন রবি হাঁসদা। এই প্রতিযোগিতায় এবার এটি তাঁর দ্বাদশ গোল। আরও পড়ুন- ক্রিকেটেও কেরলকে হারাল বাংলা

ফুটবলে ভারতসেরা বাংলা

 

ট্রফি জেতার পর উচ্ছ্বসিত কোচ সঞ্জয় সেন, সব কৃতিত্ব দলের ফুটবলারদের দিলেন। সঞ্জয় সেন আবেগতাড়িত গলায় বললেন, গত দু-আড়াই মাস ধরে কীভাবে আত্মত্যাগ করে দলকে জেতানোর জন্য ঐক্যবদ্ধ ছিলেন তাঁরা। জয় ছাড়া আর কোনও লক্ষ্যই ছিল না তাঁর কাছে।

এর আগে দু বার কেরলের কাছে টাইব্রেকারে ফাইনালে হেরে সন্তোষ ট্রফি জেতা হয়নি বাংলার। এবারও টাইব্রেকারে ম্যাচ গড়ানোর দিকেই যাচ্ছিল, কিন্তু রবিরা গোলে সেই আশঙ্কা দূর হয়ে শাপমুক্তি হল। ২০১৬-১৭ মরসুমের পর আবার ফুটবলে জাতীয় চ্যাম্পিয়ন হল বাংলা।