টাইব্রেকারে ৫–৩ গোলে স্পেনকে হারিয়ে উয়েফা নেশনস লিগ (UEFA Nations League 2025)  জিতল পর্তুগাল। মিউনিখের আলিয়্যাঞ্জ অ্যারেনায় রোমাঞ্চকর ফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচ শেষ হয় ২-২ গোলে। অতিরিক্ত সময়েও গোল না আসায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই ৫-৩ ব্যবধানে জিতে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে দিল র দল।

ম্যাচের শুরুতেই পর্তুগিজ রক্ষণকে চেপে ধরে স্পেন। মার্তিন জুবিমেন্দি ২১ মিনিটে এগিয়েও দিয়েছিলেন গতবারের চ্যাম্পিয়ন স্পেনকে। তবে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি পর্তুগাল। ৫ মিনিট পর পর্তুগিজরা সমতায় ফেরে নুনো মেন্দেজের গোলে। তবে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার ঠিক আগে স্পেনকে আবার এগিয়ে দিয়েছিলেন মিকেল ওইয়ারসাবাল। বিরতির পর ৬১ মিনিটে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হেড সমতায় ফেরায় পর্তুগালকে। এরপর দুই দলই চেষ্টা করলেও নির্ধারিত সময়ে আর কোনো গোল হয়নি। অতিরিক্ত সময়েও টানটান ম্যাচে নুনো মেন্ডেজ স্পেনের রক্ষণ একবার ভেঙে ফেললেও পেনাল্টির আবেদন বাতিল হয়।ম্যাচের শেষের দিকে দিয়াগো কস্তা  বিপাকে পড়লেও বিপদ এড়িয়ে শেষমেশ টাইব্রেকারে পা রাখে ম্যাচ।

টাইব্রেকারে পর্তুগালের হয়ে গোল করেছেন গনসালো রামোস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেজ, নুনো মেন্দেজ ও রুবেন নেভেস। স্পেনের হয়ে প্রথম তিন শটে গোল করেন মিকেল মেরিনো, অ্যালেক্স বায়েনা ও ইসকো। আলভারো মোরাতার নেওয়া চতুর্থ শটটি ফিরিয়ে দেন পর্তুগাল গোলরক্ষক দিয়োগো কস্তা। এরপর নেভেস পঞ্চম শটে গোল করতেই নিশ্চিত হয়ে যায় পর্তুগালের জয়।

 

২০২৩ সালের মার্চ থেকে অপরাজিত থাকা স্পেন সেমিফাইনালে ফ্রান্সকে ৫–৪ গোলে হারিয়ে মিউনিখের ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল। ফাইনালে এসে সেই অপরাজিত থাকার রেকর্ড হারাতে হল তাঁদের। অন্যদিকে ২০১৯ সালে নেদারল্যান্ডসকে হারিয়ে নেশনস লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগিজরা। ২০২৫ এ এসে সেই শিরোপা পুনরায় উদ্ধার করল তাঁরা।