(Photo Credits : Getty Images)

UEFA Euro 2020 -২০২০ সালের ইউরো কাপের (UEFA Euro 2020) জন্য গ্রুপ পর্বের ড্র (Draw) ঘোষণা করা হয়েছে। ২০২০ সালের ১২ জুন থেকে শুরু হবে ইউরো কাপ। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ জুন ওয়েম্বলি স্টেডিয়ামে (Wembley Stadium)। চলতি বছর অক্টোবরে হয়েছিল বাছাই পর্ব। যারা কোয়ালিফাই করেছে তাদের নিয়ে সামনের বছর মার্চ মাসে আয়োজিত হবে প্লে-অফ পর্ব। এই প্লে-অফ (Play Off) পর্ব থেকে চার দল যোগ দিবে মূল পর্বের সি, ডি, ই ও এফ গ্রুপে। শনিবার রোমানিয়ার বুখারেস্টে অনুষ্ঠিত হয়েছিল ড্র। যেখানে একই গ্রুপে পড়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল, রানারআপ আর সঙ্গে বিশ্বকাপ জয়ী দল ফ্রান্স। শুধু তাই নয়, আছে তিনবারের শিরোপাজয়ী জার্মানি। এছাড়া প্লেঅফ পার করে যোগ দিবে চতুর্থ দল। বলা যায় এবারের ইউরো কাপে এটিই ডেথ গ্রুপ। গ্রুপ এফ-এ রয়েছে গতবারের চ্যাম্পিয়ন পর্তুগাল, গতবারের রানার্স ও এবারের বিশ্বকাপ জয়ী ফ্রান্স এবং বিশ্বকাপ জয়ী জার্মানি। গ্রুপের চতুর্থ দল যোগ দেবে প্লে-অফ পার করে। টুর্নামেন্টের ৬০ বছর পূর্তি উপলক্ষ্যে প্রথমবারের মতো ইউরোপের ১২টি শহরে হবে এ আসর।

২০ দলকে গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে। চারটে জায়গা এখনও দখলের জন্য ফাঁকা রয়েছে। প্লে-অফ পর্যায়ের পর এই স্থানগুলি পূরণ হবে। প্লে-অফ পর্যায়ে খেলা বড় দলের মধ্যে রয়েছে বোসনিয়া এবং হার্জেগোভিনা, রোমানিয়া, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং সার্বিয়া। এই প্লে-অফ পর্বের বিজয়ীরা ড্রয়ের সময় উল্লিখিত গ্রুপে তাদের স্থান নেবে। আরও পড়ুন: Live Cricket Streaming of Australia vs Pakistan: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের লাইভ ম্যাচ কোথায় দেখবেন? গরমাগরম লাইভ স্কোর থেকে বিস্তারিত কমেন্ট্রিই বা মিলবে কোথায় জেনে নিন

দেখে নেওয়া যাক এবার কোন গ্রুপে কে রয়েছে-

  • গ্রুপ এ: তুরস্ক, ইতালি, ওয়েলস, সুইজারল্যান্ড
  • গ্রুপ বি: ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া
  • গ্রুপ সি: নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া, প্লে-অফ ডি জয়ী
  • গ্রুপ ডি: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, প্লে-অফ সি জয়ী, চেক

    প্রজাতন্ত্র

  • গ্রুপ ই: স্পেন, সুইডেন, পোল্যান্ড, প্লে-অফ বিজয়ী
  • গ্রুপ এফ: প্লে-অফ এ জয়ী, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি