অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের লাইভ ম্যাচ (Photo Credits: Getty Images)

অ্যাডিলেডে চলছে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এদিনও পাকিস্তান তাদের লড়াই অব্যাহত রেখেছে। ইয়াসির শাহ এবং বাবর আজমের দুর্দান্ত পারফর্মেন্স দর্শকদের মনে অনেকটাই আশা জাগিয়ে তুলেছিল। গতকালই দ্বিতীয় দিনের ম্যাচের শেষে অ্যাডিলেডে পাকিস্তানের বিরুদ্ধে অপরাজিত ট্রিপল সেঞ্চুরি করে রেকর্ড গড়েন ডেভিড ওয়ার্নার। এতদিন টেস্টে তাঁর সর্বাধিক রান ছিল ২৫৩। শনিবার সেই ইনিংসকেও টপকে গেলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন অনবদ্য ট্রিপল সেঞ্চুরি করে তাক লাগিয়ে দেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner)। Australia Vs Pakistan, Live Cricket Score 2nd Test Match

দিন-রাতের এই টেস্ট হচ্ছে অ্যাডিলেডে (Adelaide)। ওয়ার্নার যে শুধু ট্রিপল সেঞ্চুরি করেন তা নয়, তার সঙ্গে করে ফেললেন কয়েকটি রেকর্ডও। দিন-রাতের টেস্টে তিনিই এখন সর্বোচ্চ রানের মালিক। ভেঙে ফেলেন আজহার আলির (Azhar Ali) সর্বোচ্চ রানের রেকর্ড। এক ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ রানের রেকর্ড করে পেছনে ফেলেন বিরাট কোহলিকেও (Virat Kohli)। গত মাসেই পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টেস্টে ২৫৪ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তার মধ্যে ছিল ৩৩টি বাউন্ডারি ও দুটো ওভার বাউন্ডারি। এদিন ৩৭টি বাউন্ডারির সাহায্যে ৩৮৯ বলে ম্যাজিক ফিগারে পৌঁছন ওয়ার্নার। Australia vs Pakistan 2nd Test Match Live Scorecard

আরও পড়ুন: Live Cricket Streaming of Australia vs Pakistan: অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে কোথায় দেখবেন লাইভ ম্যাচ? হাতেগরম লাইভ স্কোরই বা মিলবে কোথায় জেনে নিন

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের ম্যাচ কখন জেনে নিন

অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যে দ্বিতীয় টেস্টটি অ্যাডিলেডের অ্যাডিলেড ওভাল গ্রাউন্ডে খেলা হচ্ছে। আজ ১ ডিসেম্বর রবিবার খেলা। সকাল ৯টায় এবং দুপুর ২টোয় শুরু হবে।

কোথায় দেখতে পারবেন লাইভ

সনি পিকচার নেটওয়ার্ক (এসপিএন)-এ আনুষ্ঠানিকভাবে এই খেলা সম্প্রচারিত হবে। এছাড়াও দেখা যাবে সনি টেন থ্রি এবং সনি সিক্সে। পাকিস্তানে এটি দেখা যাবে পিটিভি-তে। এছাড়াও অনলাইনে দেখা যাবে সনি লাইভে। sonyliv.com-এ ক্লিক করলেই দেখতে পারবেন। এছাড়াও লেটেস্টলি-র ওয়েব সাইটেও সরাসরি জানতে পারবেন ম্যাচের ফলাফল।