এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ডালিয়ান সুয়োওয়ান স্টেডিয়ামে আরব আমিরশাহীর কাছে ০- ৩ গোলে হেরেছে ভারত। জি' গ্রুপের শেষ ম্যাচে চিনের কাছে ১-২ গোলে হেরেছিল ভারত। চার পয়েন্ট ও আরও ভালো গোল ব্যবধান নিয়ে গ্রুপে শীর্ষে সংযুক্ত আরব আমিরাত। চীনও চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা সেরা চার দলের একটি হিসেবে পরের রাউন্ডে যাওয়ার সুযোগ পাচ্ছে। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি দু'পক্ষই গুরুত্ব বুঝে ম্যাচ শুরু করে। ম্যাচের ২৬ মিনিটে বক্সের মধ্যে গোলের জন্য হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ভারতীয় ডিফেন্ডাররা কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েন। রেফারি ও তার সহকারীর দীর্ঘ আলোচনার পর মহম্মদ আব্বাস আলবলুশিকে গোলটি দেওয়া হয়। আধঘণ্টা পরই ব্যবধান দ্বিগুণ হয়ে যায়। বক্সের ভেতর থেকে সুলতান আদিল আলামিরির লো ড্রাইভে জালে বল জড়িয়ে যায়। Igor Stimac:জ্যোতিষীর পরামর্শ মেনে দল গঠন করেন ইগর স্টিমাচ! রিপোর্ট সামনে আসতেই উত্তেজনা ফুটবল মহলে
A frustrating first half for our boys. It’s been a battle to win the ball off of UAE and to get our strikers involved, who are having to drop down to the half-line to get their touches when we have possession.
UAE 🇦🇪 2-0 🇮🇳 IND#UAEIND ⚔️ #AFCU23 🏆 #IndianFootball ⚽️ pic.twitter.com/MRGxTrZ1D5
— Indian Football Team (@IndianFootball) September 12, 2023
এরপর খেলা থেকে ছিটকে যাওয়ার বিষয়টি টের পেয়ে ভারত গোলের খোঁজে পার্কের চারদিকে বল ঘোরাতে শুরু করে। তবে সংযুক্ত আরব আমিরশাহীর ব্যাক লাইন ভারতকে আটকে রাখতে সক্ষম হয়। শেষ দিকে পরিবর্তন আনার পর আরব আমিরশাহির রক্ষণে কিছুটা চাপ তৈরি করতে চেয়েছিল ভারত। দ্বিতীয়ার্ধের শুরুতেই আক্রমণাত্মক গোলের চেষ্টা করেন পার্থিব গগৈ, কিন্তু অসফল হন। এরপর ভারতের হেড কোচ ক্লিফোর্ড মিরান্ডা বেশ কয়েকটি পরিবর্তন করে সঞ্জীব স্ট্যালিন ও পার্থিব গগৈয়ের পরিবর্তে রাবে আঞ্জুকান্দান ও সৌরভকে মাঠে নামান। তবে পাল্টা আক্রমণের উপযুক্ত সুযোগের অপেক্ষায় ছিল সংযুক্ত আরব আমিরাত। গোলরক্ষক হামাদ আবদুল্লাহ আলমেকবালির গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইসা খালফান এরপর ভারতকে শেষ পর্যন্ত কোনো সুযোগ না দিয়ে সহজ জয় তুলে নেয়।