ভারতীয় ফুটবলে (Indian Football) নয়া বিতর্ক। এশিয়ান গেমসের আগে বিস্ফোরক অভিযোগ উঠল ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচের বিরুদ্ধে। একটি রিপোর্ট অনুসারে জানা গেছে জ্যোতিষীর পরামর্শ মেনে এশিয়ান কাপের (Asian Cup) দল গঠন করেছিলেন ইগর স্টিমাচ। এশিয়ান কাপের (Asian Cup) যোগ্যতা পর্বে কম্বোডিয়া, আফগানিস্তান ও হংকংয়ের বিরুদ্ধে খেলেছিল ভারতীয় ফুটবল টিম। ওই তিন ম্যাচ এবং জর্ডনের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ নিয়ে চারটে ম্যাচের জন্য একাদশ বাছতে এক জ্যোতিষীর পরামর্শ নিয়েছিলেন স্টিমাচ। জ্যোতিষীর নাম ভূপেশ শর্মা।
ইতিমধ্যেই ইগর স্টিমাচের সঙ্গে দিল্লিতে থাকা জ্যোতিষী ভুপেশ শর্মার চ্যাট ফাঁস হয়েছে।গোটা বিষয়টি ঘটে ২০২২ সালে এশিয়া কাপের যোগ্যতা অর্জন পর্বে। সেখানে দেখা গেছে আফগানিস্থান ম্যাচের ৪৮ ঘণ্টা আগে সম্ভাব্য প্রথম একাদশের নাম জ্যোতিষীর কাছে পাঠিয়ে দিয়েছিলেন ইগর। পাল্টা বেশ কিছু পরামর্শও দিয়েছেন সংশ্লিষ্ট জ্যোতিষী।
জানা গেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তৎকালীন সচিব কুশল দাস ইগরের সঙ্গে জ্যোতিষীর পরিচয় করিয়ে দিয়েছিলেন।এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে ভারতীয় ফুটবল মহলে। তবে জ্যোতিষী বিতর্কে মুখ খোলেননি স্টিমাচ।
🚨 | BIG 💥 : 48 hours before India's crucial Asian Cup qualifier fixture against Afghanistan, head coach Igor Stimac sent a message to Bhupesh Sharma, an astrologer from Delhi NCR, who was introduced to him by a top All India Football Federation official for selecting the… pic.twitter.com/IIsy42uVik
— 90ndstoppage (@90ndstoppage) September 12, 2023
(টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশাল মিডিয়া থেকে আপনার কাছে সর্বশেষতম ব্রেকিং নিউজ, ভাইরাল ট্রেন্ডস এবং ইনফরমেশন নিয়ে আসে SocialLY। উপরের পোস্টটি ব্যবহারকারীর সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে সরাসরি এম্বেড করা হয়েছে এবং লেটেস্টলি এতে কোনও সংশোধন বা সম্পাদনা করেনি। সোশাল মিডিয়া পোস্টের মতামত এবং তথ্য লেটেস্টলি-র মতামতকে প্রতিফলিত করে না। লেটেস্টলি এর জন্য কোনও দায়বদ্ধতা বা দায় গ্রহণ করে না।)