Mohun Bagan Team with T K Chathunni (Photo Credit: @VoiceofIndianF1/ X)

ভারতের প্রাক্তন ফুটবলার এবং কোচ টি কে চথুন্নি (T K Chathunni) বুধবার সকালে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ৭৯ বছর বয়সী চথুন্নি ক্যান্সারের চিকিৎসাধীন ছিলেন। একসময় ডিফেন্ডার হিসেবে কেরালা ও গোয়ার হয়ে মর্যাদাপূর্ণ সন্তোষ ট্রফিতে খেলেছেন তিনি। খেলোয়াড় জীবন শেষে চথুন্নি কোচিংয়ে মন দেন। ভারতীয় ফুটবলের অন্যতম সেরা কোচ চথুন্নি ৪০ বছরেরও বেশি সময় ধরে খেলায় উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিলেন। মোহনবাগান, ডেম্পো গোয়া, এফসি কোচিন সহ বেশ কয়েকটি নামী দলের কোচ ছিলেন তিনি।  উল্লেখ্য, মোহনবাগানের প্রথম জাতীয় লিগ চ্যাম্পিয়ন দলের কোচ ছিলেন টি কে চথুন্নি।  ১৯৭৯ সালে কেরালার সন্তোষ ট্রফি দলের কোচ হন। চথুন্নি 'ফুটবল মাই সোল' (Football My Soul) নামে একটি আত্মজীবনীও লেখেন, যা ফুটবলে তাঁর জীবন এবং কেরিয়ারের অসামান্য সব কাহিনী তুলে ধরে। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন (Pinarayi Vijayan) এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ভি ডি সতীশন তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। Sunil Chhetri Retires From International Football: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন অধিনায়ক সুনীল ছেত্রী, শেষ ম্যাচে আবেগে ভাসল যুবভারতী

১৯৬০ এবং ১৯৭০-এর দশকের একজন সুপরিচিত ডিফেন্ডার, চথুন্নি কুয়ালালামপুরে ১৯৭৩ সালের মারদেকা টুর্নামেন্টে ভারতীয় দলের সদস্য ছিলেন। জাতীয় দলের হয়ে ছয়টি ম্যাচ খেলেছেন তিনি। ঘরোয়া ফুটবলে তিনি ইএমই সেন্টার, সেকেন্দ্রাবাদ, ভাস্কো ক্লাব, গোয়া এবং অর্কে মিলস, মুম্বাইয়ের হয়ে খেলেছেন। সন্তোষ ট্রফির জন্য জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে তিনি সার্ভিসেসের হয়ে খেলেছেন। চথুন্নির মৃত্যুতে শোক প্রকাশ করে এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবে বলেন, 'চথুন্নি একজন নির্ভরযোগ্য ডিফেন্ডার এবং পরে শীর্ষ মানের কোচ ছিলেন। এই দুঃখের সময়ে আমি তার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।' এআইএফএফের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এম সত্যনারায়ণ বলেছেন, 'টি কে চাথুনি তাঁর সময়ের একজন নামী ফুটবলার ছিলেন এবং তাঁর কোচিং দিয়ে পরবর্তী প্রজন্মের ফুটবলারদের অনুপ্রাণিত করে চলেছেন। তাঁর মৃত্যুতে ভারতীয় ফুটবলে এক শূন্যতার সৃষ্টি হল।'