Indian Football (Photo Credit: 90ndstoppage/ X)

ভারতীয় ফুটবল তারকা সুনীল ছেত্রী (Sunil Chhetri) বৃহস্পতিবার কলকাতায় কুয়েতের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের (FIFA World Cup Qualifying) ম্যাচের পরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেছেন, যা তাঁর দুই দশকের বর্ণাঢ্য কেরিয়ারে পর্দা নামিয়ে এনেছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পোস্ট করা এক ভিডিওর মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানান জাতীয় দলের দীর্ঘদিনের অধিনায়ক। এই মুহূর্তে শীর্ষে থাকা কাতারের থেকে ৪ পয়েন্ট নিয়ে 'এ' গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। অবসরের ঘোষণা করে ৩৯ বছর বয়সী ছেত্রী বলেন, 'কুয়েতের বিপক্ষে ম্যাচটিই শেষ ম্যাচ।' ছেত্রী মার্চ মাসে ভারতের হয়ে তার ১৫০তম ম্যাচ খেলেন এবং গুয়াহাটিতে আফগানিস্তানের বিপক্ষে এই উপলক্ষে গোল করেন। যদিও ভারত অবশ্য সেই ম্যাচে ১-২ গোলে হেরে যায়। Indian Football Team Camp: ফিফা বিশ্বকাপ যোগ্যতা অর্জনের ম্যাচের ভুবনেশ্বরে শিবির শুরু ভারতীয় ফুটবলের

২০০৫ সালে অভিষেক হওয়া ছেত্রী দেশের হয়ে ৯৪টি গোল করেছেন। ভারতের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ও সবচেয়ে বেশি ম্যাচ খেলা খেলোয়াড় হিসেবে তিনি দৃশ্যপট ছাড়বেন। ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির পর সক্রিয় খেলোয়াড়দের মধ্যে গোলদাতাদের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন তিনি। ভারতীয় দলের সঙ্গে শেষ কয়েকটা দিন উপভোগ করতে চান বলে জানিয়েছেন এই স্ট্রাইকার।