নতুন দিল্লি, ১৭ মার্চ: করোনার থাবায় প্রাণ হারালেন স্পেনের ২১ বছর বয়সী ফুটবল কোচ (Spanish Football Coach)। মারণ ভাইরাসের পাশাপাশি লিকোমিয়ায় ভুগছিলেন কোচ ফ্রান্সিসকো গার্সিয়া। তিনি স্পেনের মালাগার অ্যাথলেটিকো পোর্তাদা আলটার ফুটবল কোচ। বয়স কম হওয়ার কারণে, সবাই ধরে নিয়েছিল করোনার সঙ্গে লড়াই করে টিকে যাবেন গার্সিয়া। কিন্তু হাসাপাতালে আনার পর দেখা গেলো তিনি লিউকোমিয়ায়ও আক্রান্ত। এরপর ডাক্তাররা অনেক চেষ্টার পরও রক্ষা করতে পারলেন না তাঁর জীবন। চিকিৎসকদের দাবি, লিউকোমিয়ায় আক্রান্ত না হলে হয়তো বেঁচে যেতেন গার্সিয়া। এরপরেই করোনা আতঙ্ক আরও চেপে বসেছে মানুষের মনে। তথ্য বলছে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে ফ্রান্সিসকো সবথেকে কম বয়সী।
উল্লেখ্য, ফ্রান্সিসকো গার্সিয়া ২০১৬ থেকে স্পেনের মালাগার অ্যাথলেটিকো পোর্তাদা আলটার ফুটবল কোচ হিসেবে যুক্ত রয়েছেন। ৭ বছর বয়স থেকেই কোচিংয়ের সঙ্গে যুক্ত গার্সিয়া। ক্লাবটির জুনিয়র দল পরিচালনা করতেন তিনি। স্পেনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে ৩০৯ জনের মৃত্যু হয়েছে। মালাগা অঞ্চলে মৃতদের মধ্যে গার্সিয়া হলেন পঞ্চম ব্যক্তি। মূলত এতদিন ৭০ কিংবা ৮০ বছর বয়সী বৃদ্ধরা এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছিলেন। এবার সেই তালিকায় এল ২১ বছর বয়সও। চলে গেলেন ফ্রান্সিসকো গার্সিয়া। স্বাভাবিক ভাবেই শোকের ছায়া ফুটবল মাঠ ও তাঁর ছাত্রদের মধ্যে। স্পেনে এখনও পর্যন্ত ৯ হাজার ১৯১ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। দেশজুড়ে জাতীয় বিপর্যয় ঘোষণা করা হয়েছে। আরও পড়ুন- Coronavirus Outbreak: তরুণীর শরীরে কোভিড-১৯ পজিটিভ, হরিয়ানা প্রথম করোনাভাইরাসের খাতা খুলল
এদিকে ভারতেও লাফিয়ে লাফিয়ে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আজ হরিয়ানায় প্রথম কোভিড-১৯ পজিটিভ রোগীর সন্ধান মিলল। ওই তরুণী সম্প্রতি ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ায় গিয়েছিলেন। জ্বর হওয়ায় নিজের বাড়িতেই আইসোলেশনে ছিলেন তিনি। পরে নমুনা পরীক্ষা করতেই করোনার জীবাণু মিলেছে তাঁর শরীরে। ১১ তারিখ থেকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রয়েছেন ওই তরুণী। হরিয়ানায় মহামারী ঘোষণা করা হয়েছে। ২০০ জনের বেশি যেকোনও জমায়েত নিষিদ্ধ হয়েছে।