
ক্যালিফোর্নিয়ার রোজ বোলে সোমবার (১৬ জুন) মধ্যরাতে , ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ (FIFA Club World Cup 2025)-এর গ্রুপ 'বি'-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল অ্যাতলেটিকো মাদ্রিদ ও পিএসজি। সেই ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী পিএসজি।দলের সেরা তারকা উসমান দেম্বেলেকে ছাড়াই পিএসজি প্রথম ম্যাচে জয় পেল।
⚽️⚽️⚽️⚽️#FIFACWC pic.twitter.com/pzDpUqmupM— Paris Saint-Germain (@PSG_English) June 15, 2025
এই ম্যাচে আতলেতিকো কার্যত কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি PSG-র সামনে।ম্যাচে বল দখল কিংবা আক্রমণে সব জায়গাতেই এগিয়ে ছিল পিএসজি। পুরো ম্যাচে ৭৪ শতাংশ বল ছিল পিএসজির দখলে। তার পাশাপাশি ১৬টি শটও নিয়েছে তারা।ম্যাচে মোট ৮১৮টা পাস খেলেছেন হাকিমি-দুয়েরা, যার ৯৪ শতাংশই সঠিক। এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট ম্যাচে কতটা দাপট দেখিয়েছে পি এস জি।
খেলার দুই হাফে দুটি করে গোল হয়েছে। ১৯ মিনিটে গোল করেন ফ্যাবিয়ান রুইজ। আর প্রথম হাফের অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোলটি করেন ভিতিনহা। দ্বিতীয়ার্ধের ৮৭ মিনিটে মায়ুলু এবং চতুর্থ গোলটি আসে অতিরিক্ত সময়ের সপ্তম মিনিটে কাং-ইন লির পা থেকে।
এই গ্রুপের আরও দুই দল হচ্ছে ব্রাজিলের বোতাফোগো এবং যুক্তরাষ্ট্রের সিয়াটেল।