
Spain vs Netherlands, Quarterfinal, UEFA Nations League:: উয়েফা নেশন্স লিগের (UEFA Nations League) কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে স্পেন বনাম নেদারল্যান্ডস (Portugal vs Denmark)। ২৪ মার্চ মেস্তালাতে আয়োজিত হবে দ্বিতীয় লেগের ম্যাচ। প্রথম লেগে নিকো উইলিয়ামসের (Nico Williams) নবম মিনিটে গোল করে প্রথম লেগে এগিয়ে যায় লা রোজারা। তবে ২৮ মিনিটে লিভারপুলের কোডি গাকপোর (Cody Gakpo) গোলে সমতায় ফেরে ডাচরা। এর কিছুক্ষণ পর এসি মিলানের তিজানি রেইজেন্ডার্স (Tijjani Reijnder) তার দলের দ্বিতীয় গোলটি করেন। ৮১ মিনিটে জোরেল হাতোকে (Jorrel Hato) লাল কার্ড দেখে মাঠ ছাড়লে একটু বিপাকে পড়ে আয়োজকরা। এরপর আর্সেনালের মিডফিল্ডার মিকেল মেরিনো (Mikel Merino) স্প্যানিশদের হয়ে শেষ দিকে খেলা সমতায় ফেরান। আজ ঘরের মাঠের সুবিধাকে কাজে লাগিয়ে তারা চাইবে জয় নিয়ে সেমিফাইনালের রাস্তা গড়তে। Portugal vs Denmark, Quarterfinal, UEFA Nations League Live Streaming: পর্তুগাল বনাম ডেনমার্ক, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ, সরাসরি দেখুন ভারতে
স্পেন বনাম নেদারল্যান্ডস, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ
🇪🇸🇳🇱 Dani Olmo & Xavi Simons catching up after Spain vs Netherlands… was a great duo at RB Leipzig. 🥹✨ pic.twitter.com/UWF9UgLlk1
— EuroFoot (@eurofootcom) March 22, 2025
কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে স্পেন বনাম নেদারল্যান্ডস, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ?
২৪ মার্চ মেস্তালাতে (Mestalla) আয়োজিত হবে স্পেন বনাম নেদারল্যান্ডস, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ।
কখন থেকে শুরু হবে স্পেন বনাম নেদারল্যান্ডস, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ?
স্পেন বনাম নেদারল্যান্ডস, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আজ রাত ১টা বেজে ১৫ মিনিটে।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন স্পেন বনাম নেদারল্যান্ডস, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ
সরাসরি টিভিতে স্পেন বনাম নেদারল্যান্ডস, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ ভারতে দেখবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন স্পেন বনাম নেদারল্যান্ডস, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ
স্পেন বনাম নেদারল্যান্ডস, কোয়ার্টারফাইনাল, উয়েফা নেশন্স লিগ ম্যাচ সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-LIV) অ্যাপে