Rowlin Borges, Glan Martins and Jaison Vaz car accident (Photo Credits: Twitter)

গোয়ার তিন ফুটবলার গুরুতর দুর্ঘটনার কবলে পড়েছেন। আহত তিন গোয়া ফুটবলারের নাম গ্লান মার্টিন্স (Glan Martins), রোলিন বোর্গেস (Rowlin Borges), জেসন ভাজ (Jaison Vaz)। গত শুক্রবার ২১ ফেব্রুয়ারি ভয়াবহ গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হন তিন ফুটবলার।

দুর্ঘটনায় গুরুতর চোট পেয়েছেন জেসন ভাজ। গলা এবং পাঁজরে চোট নিয়ে গোয়া মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে ভাজকে। গ্লান মার্টিন্স এবং রোলিন বোর্গেস দুর্ঘটনায় আহত হলেও তাঁদের হাসপাতালে ভর্তি করার প্রয়োজন পড়েনি।

এক জাতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, গাড়িতে তিন ফুটবলার সহ আরও দুজন ছিলেন। যাদের মধ্যে একজন ওই গাড়ির চালক। দুর্ঘটনার দিন মাপুসা থেকে পানাজি যাচ্ছিলেন তাঁরা। পথে ডেলফিনস মার্কেটের কাছে এক ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় তাঁদের গাড়ির। দুর্ঘটনায় একেবারে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় অ্যাম্বুলেন্স। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

গাড়ি দুর্ঘটনায় গলা এবং পাঁজরে চোট পেয়েছেন জেসন ভাজ। হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। গ্লান মার্টিন্সের মুখে ক্ষত হয়েছে। সেলাই পড়েছে মুখের ক্ষতে। আঙুলে চোট পেয়েছেন রোলিন বোর্গেস।