Sunil Chhetri (Photo Credit: Bengaluru FC/ Twitter)

হিরো সুপার কাপে ১২ এপ্রিল কোঝিকোড়ের ইএমএস স্টেডিয়ামে (EMS Stadium, Kozhikode) রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির (RoundGlass Punjab FC) মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। আই লিগের দল শ্রীনিডি ডেকানের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করায় হতাশ বেঙ্গালুরু। সুযোগ হাতছাড়া করায় সাইমন গ্রেসনের দলকে শাস্তি পেতে সমতাসূচক গোলের মাধ্যমে। হিরো সুপার কাপের সেমিফাইনালে উঠতে হলে দ্রুত ঘুরে দাঁড়াতে হবে। এদিকে, তাদের প্রতিপক্ষ রাউন্ডগ্লাস পাঞ্জাব কেরালা ব্লাস্টার্সের কাছে ৩-১ গোলে হেরেছে। দলে কোনও ইনজুরি উদ্বেগ নেই। ভার্গেটিস অবশ্য তার ব্যাকলাইন ঘুরিয়ে দিতে পারতেন ব্যক্তিগত ভুলের কথা বিবেচনা করে। কারণ আই লিগের বিজেতা দল কোনোভাবে চাইবে না আরেকটি হারের মুখোমুখি হতে।

কবে, কোথায় আয়োজিত হবে রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি বনাম বেঙ্গালুরু এফসি, হিরো সুপার কাপ?

কোঝিকোড়ের ইএমএস স্টেডিয়ামে (EMS Stadium, Kozhikode) রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি বনাম বেঙ্গালুরু এফসি, হিরো সুপার কাপের ম্যাচ আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি বনাম বেঙ্গালুরু এফসি, হিরো সুপার কাপ?

হিরো সুপার কাপের রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি বনাম বেঙ্গালুরু এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ অ্যাপে (Sony-Liv) এবং FanCode অ্যাপে।