পিএসজি ও বায়ার্ন মিউনিখ (Photo Credits: Twitter/@ChampionsLeague)

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UCL 2019–20) ফাইনালে আজ মাঝরাতে মুখোমুখি হচ্ছে ফ্রান্সের পিএসজি (PSG) ও জার্মানির বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। আজ পর্তুগালের লিসবনে ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল উঠেছে পিএসজি। তাই এই ম্যাচ স্মরণীয় করে রাখতে চাইবে তারা। অন্যদিকে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে মরিয়া দুর্দান্ত ফর্মে থাকা বায়ার্ন।

চ্যাম্পিয়ন্স লিগের চলতি মরশুমে সবচেয়ে বেশি গোল করেছে বায়ার্ন। অন্যদিকে দারুণ রক্ষণাত্মক ফুটবল খেলে অন্যান্য দলের তুলনায় কম গোল খেয়েছে পিএসজি। এ দুই কম্বিনেশনের কারণে এবার দারুন এক চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচের আশা করতেই পারেন ফুটবল অনুরাগীরা। একদিকে টমাস ম্যুলার, রবার্ট লেওয়ানডস্কি, ম্যানুয়েল ন্যুয়ের, অন্যদিকে নেইমার, কিলিয়ান এমবাপে, অ্যাঞ্জেল ডি মারিয়া। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে দর্শকশূন্য মাঠেই জমজমাট লড়াইয়ের অপেক্ষা ১০ বার চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের ফাইনাল খেলে পাঁচবারই ট্রফি জয়ের অভিজ্ঞতা রয়েছে বায়ার্ন মিউনিখের।

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচ কবে?

পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচ ২৪ অগাস্ট সোমবার (রবিবার মাঝরাত)।

পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচ কখন শুরু হবে?

পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচ শুরু ভারতীয় সময় রাত সাড়ে ১২টায়।

পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচ কোথায় দেখা যাবে?

পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচ সোনি স্পোর্টস চ্যানেলে দেখা যাবে। সোনি পিকচার্স স্পোর্টস নেটওয়ার্ক ইউরোপা লিগের অফিশিয়াল ব্রডকাস্টার। ভক্তরা সোনি টেন ২ ও সোনি টেন ২ এইচডি চ্যানেলে চোখ রাখুন। হিন্দিতে ধারাভাষ্য় শুনতে সোনি টেন ৩ ও সোনি টেন ৩ এইচডি চ্যানেল দেখুন।

কোথায় লাইভ অনলাইন স্ট্রিমিং পাওয়া যাবে?

পিএসজি বনাম বায়ার্ন মিউনিখ ম্যাচের লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে সোনি লিভ-এ (SonyLIV)।