পাপা বৌবা দিওপ (Photo Credits: Twitter)

মারাদোনাকে হারানোর ক্ষত এখনও টাটকা। তারমধ্যেই প্রয়াত সেনেগালের কিংবদন্তী ফুটবলার পাপা বৌবা দিওপ (Papa Bouba Diop)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। দীর্ঘদিন ধরে লিভারের অসুস্থতায় ভুগছিলেন তিনি। গত মার্চে এই অসুস্থতা সংক্রান্ত একটি অস্ত্রোপচারও হয় তাঁর। তবে শেষরক্ষা হল না। রবিবার ভারতীয় সময় অনুযায়ী গভীররাতে তাঁর মৃত্যু হয়েছে। ফিফা দিওপের মৃত্যুর খবরে শোক প্রকাশ করে লিখেছে, “এক সময়ের বিশ্বকাপ হিরো আজীবন বিশ্বকাপ হিরো হয়েই থেকে যাবেন।” প্রিয় ফুটবলারের মৃত্যুতে শোকবার্তা লিখেছে পাপা বৌবা দিওপের প্রাক্তন ক্লাব ফুলহ্যাম, “আমকা বিধ্বস্ত, শান্তিতে বিশ্রাম নাও ওয়্যাড্রোব।” আরও পড়ুন-Uttar Pradesh Shocker: নাবালক পুত্রকে খুন করে মৃতদেহের সঙ্গেই রাতভর ঘুমোলো বাবা!

উল্লেখ্য, ২০০২-এর ফুটবল বিশ্বকাপ আসলে সেনেগালের স্বর্ণযুগ। স্কিল আর গতির অসামান্য মিশেল দেখেছিল সারা বিশ্ব। প্রথম ম্যাচেই ফ্রান্সকে হারিয়ে চমকে দিয়েছিল সেনেগাল। পাপা বৌবা দিওপের মৃত্যুতে একেবারে ভগ্নহৃদয় দশা লিভারপুল স্টার মানের। তবে পাপা বৌবা দিওপ যে তাঁর মনে চিরকালের জন্য থেকে যাবেন তা মনে করাতে ভোলেননি এই ফুটবলার। ফিফার প্রিমিয়ার লীগে খেলছেন পাপা বৌবা দিওপ। এমন একটি ছবি শেয়ার করে ফুটবলপ্রেমীদের চোখে জল এনে দিয়েছেন মানে। পাপা বৌবা দিওপের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ইংলিশ প্রিমিয়ার লীগও। শান্তিতে ঘুমোন পাপা বৌবা দিওপ, প্রাক্তন সেনেগাল ফুটবল তারকার মৃত্যুতে লেটেস্টলি মিডিয়ার পক্ষ থেকেও রইল শোকবার্তা।