আজ শুক্রবার থেকে কলিঙ্গ সুপার কাপ ২০২৪ অভিযান শুরু করছে 'ডি' গ্রুপের দলগুলি। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম ম্যাচে এফসি গোয়া (FC Goa) মুখোমুখি হয়েছে ইন্টার কাশীর (Inter Kashi)। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ওড়িশা এফসি (Odisha FC) ও বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। দু'দলই এই ম্যাচে সর্বোচ্চ চেষ্টা করবে, কারণ প্রতিযোগিতায় প্রথম দিকের জয় তাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। চলতি মরসুমে সব প্রতিযোগিতাতেই দুর্দান্ত ফর্মে রয়েছে ওড়িশা এফসি। ১২ ম্যাচ খেলার পর ২৪ পয়েন্ট নিয়ে আইএসএল টেবিলের তৃতীয় স্থানে রয়েছে ওড়িশা। এএফসি কাপের নকআউট পর্বেও নিজেদের জায়গা নিশ্চিত করেছে তারা। উল্লেখ্য, ওড়িশা এফসি একমাত্র ভারতীয় ক্লাব, যারা এই মহাদেশীয় টুর্নামেন্টের গ্রুপ লিগকে ছাপিয়ে গিয়েছে। অন্যদিকে, চলতি মরসুমে এখনও ছন্দ খুঁজে পায়নি বেঙ্গালুরু এফসি। আইএসএলের ১২ ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে তারা। ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে ৯ নম্বরে রয়েছে বেঙ্গালুরু এফসি। First Women Referee, AFC Asian Cup: এশিয়ান কাপ ফুটবলের ইতিহাসে প্রথম মহিলা রেফারি ইয়োশিমি ইয়ামাশিতা
Same Team, Same Cup, Time to do it again! 👊🏻🟣⚫
Our title defence begins tonight 🏆⚔#OdishaFC #AmaTeamAmaGame #KalingaWarriors #DefendingChampions 🛡 #KalingaSuperCup 🏆 pic.twitter.com/5KoLPLyiBr
— Odisha FC (@OdishaFC) January 12, 2024
কবে, কোথায় আয়োজিত হবে ওড়িশা এফসি বনাম বেঙ্গালুরু এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ?
১২ জানুয়ারি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে (Kalinga Stadium, Bhubaneswar) আয়োজিত হবে ওড়িশা এফসি বনাম বেঙ্গালুরু এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ।
কখন থেকে শুরু হবে ওড়িশা এফসি বনাম বেঙ্গালুরু এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ?
ওড়িশা এফসি বনাম বেঙ্গালুরু এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ওড়িশা এফসি বনাম বেঙ্গালুরু এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ
সরাসরি টিভিতে ওড়িশা এফসি বনাম বেঙ্গালুরু এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ওড়িশা এফসি বনাম বেঙ্গালুরু এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।