ইন্ডিয়ান সুপার লিগে মুম্বই সিটি এফসির (Mumbai City FC) মুখোমুখি হবে পঞ্জাব এফসি (Punjab FC)। গত বছর লিগ টেবিলের শীর্ষে থাকলেও প্লে অফে হারতে হয়েছিল মুম্বইকে। এই হারের পরও এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের জায়গা নিশ্চিত করে মুম্বই। চলতি আইএসএল মরসুমে মুম্বই তাঁদের ম্যাচেই অপরাজিত থেকেছে। দুই ম্যাচে জয় এবং দুটি ড্র করে টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে দলটি। শেষ ম্যাচে হায়দরাবাদের সঙ্গে ১-১ গোলে ড্র করে মুম্বই। ম্যাচের ৭৬ মিনিটে মনোজ মহম্মদের (Manoj Mohammed) আত্মঘাতী গোলে এগিয়ে যায় মুম্বই। আজ নভেম্বরের ২ তারিখ মুম্বই ফুটবল অ্যারেনায় মুখোমুখি হবে দুই দল। এই লিগে এখনও পর্যন্ত ১১ নম্বরে রয়েছে পঞ্জাব। আইএসএলে পাঁচ ম্যাচে মাত্র দু'পয়েন্ট সংগ্রহ করতে পেরেছে দলটি তাঁর মধ্যে একটিও জয় তুলতে পারেনি তারা। গত ম্যাচে চেন্নাইয়ের কাছে ৫-১ গোলে হেরেছিল পঞ্জাব। Mohun Bagan SG vs Jamshedpur FC Result: শেষ মুহূর্তে খেলা ঘুরিয়ে স্মরণীয় প্রত্যাবর্তন ঘটিয়ে জয় মোহনবাগানের
𝐌𝐚𝐭𝐜𝐡𝐝𝐚𝐲 @ 𝐭𝐡𝐞 𝐌𝐅𝐀! 💥
Midweek action as #TheIslanders face off 🆚 Punjab FC tonight 💪
Come on, मुंबई! 🩵#MCFCPFC #ISL10 #AamchiCity 🔵 pic.twitter.com/WnfdkpOxzu— Mumbai City FC (@MumbaiCityFC) November 2, 2023
কবে, কোথায় আয়োজিত হবে মুম্বই সিটি এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?
২ নভেম্বর মুম্বই ফুটবল অ্যারেনায় (Mumbai Football Arena) আয়োজিত হবে মুম্বই সিটি এফসি বনাম পঞ্জাব এফসির ম্যাচ।
কখন থেকে শুরু হবে মুম্বই সিটি এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?
মুম্বই সিটি এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন মুম্বই সিটি এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি টিভিতে মুম্বই সিটি এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মুম্বই সিটি এফসি বনাম পঞ্জাব এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।