East Bengal, ISL 2023 Live Streaming: মুম্বই সিটি এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে
East Bengal FC (Photo Credit: @eastbengal_fc/ X)

প্রায় একমাসের বিরতির পর শনিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে মাঠে নামছে মুম্বই সিটি। চলতি মরসুমে ইস্টবেঙ্গল এফসির পারফরম্যান্সে প্রচুর অসঙ্গতি থাকায় এই মুহূর্তে লিগ টেবিলের অষ্টম স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। মুম্বইয়ের বিরুদ্ধে জিতলে তাঁদের প্লে-অফের আশা বেঁচে থাকবে। সাম্প্রতিকতম ম্যাচে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে গোলশূন্য ড্র-তে দলে আত্ম বিশ্বাসের অভাব স্পষ্ট। অন্যদিকে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগে চ্যালেঞ্জিং পর্বের মুখোমুখি হয়ে মুম্বই এবং সব ম্যাচই হেরে যায় তারা। একই সঙ্গে হজম করে ১৬টি গোল, এরপরই প্রধান কোচ দেস বাকিংহ্যাম গত মাসে বিদায় নিয়েছেন। কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগে হারের পরও আইএসএলে কিন্তু বেশ ভালো খেলেছে মুম্বই সিটি। সাত ম্যাচে চার জয়ে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে তারা। শেষ ম্যাচে গোয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করে মুম্বই। ISL 2023 Live Streaming: বেঙ্গালুরু এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩, সরাসরি দেখবেন যেখানে

কবে, কোথায় আয়োজিত হবে মুম্বই সিটি এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?

১৬ ডিসেম্বর মুম্বই ফুটবল অ্যারেনায় (Mumbai Football Arena) আয়োজিত হবে মুম্বই সিটি এফসি বনাম ইস্টবেঙ্গল এফসির ম্যাচ।

কখন থেকে শুরু হবে মুম্বই সিটি এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?

মুম্বই সিটি এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ০০টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন মুম্বই সিটি এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি টিভিতে মুম্বই সিটি এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মুম্বই সিটি এফসি বনাম ইস্টবেঙ্গল এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।