আজ শনিবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি জামশেদপুর এফসি (Jamshedpur FC) ও বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। সুনীল ছেত্রীর নেতৃত্বে বেঙ্গালুরু এফসি ১০ ম্যাচে মাত্র একটি ম্যাচ জিতেছে। চার ড্র ও পাঁচ হারে সাত পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে ব্লুজরা। মুম্বই সিটি এফসির কাছে ০-৪ গোলের হারে বেঙ্গালুরু এফসির কোচ সাইমন গ্রেসনের সময় শেষ হয়। তাদের পরের ম্যাচ নতুন কোচ জেরার্ড জারাগোজা। বেঙ্গালুরু এফসি-র একমাত্র জয় ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। জামশেদপুর এফসির বিরুদ্ধে জয় পেতে মরিয়া হবে তারা। অন্যদিকে, জামশেদপুরও ৯ ম্যাচে একটি জয় রয়েছে। এই মুহূর্তে মাত্র ৬ পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে রয়েছে তারা। প্রধান কোচ স্কট কুপারের অধীনে ড্যানিয়েল চিমা চুকউ, রেই তাচিকাওয়া, জেরেমি মনজোরোর মতো তারকাদের দিকে নজর থাকবে। Rebecca Welch: প্রিমিয়ার লিগের প্রথম মহিলা রেফারি হলেন রেবেকা ওয়েলচ
Because deep in our hearts, we do believe. 💙
See you at the Fortress tonight, Bengaluru. #BFCJFC #Santhoshakke #WeAreBFC pic.twitter.com/P9vm5iPd1x
— Bengaluru FC (@bengalurufc) December 16, 2023
কবে, কোথায় আয়োজিত হবে বেঙ্গালুরু এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?
১৬ ডিসেম্বর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে (Sree Kanteerava Stadium, Bengaluru) আয়োজিত হবে বেঙ্গালুরু এফসি বনাম জামশেদপুর এফসির ম্যাচ।
কখন থেকে শুরু হবে বেঙ্গালুরু এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ?
বেঙ্গালুরু এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন বেঙ্গালুরু এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি টিভিতে বেঙ্গালুরু এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন বেঙ্গালুরু এফসি বনাম জামশেদপুর এফসি, আইএসএল ২০২৩ ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।