ইন্ডিয়ান সুপার লিগের দল মুম্বই সিটি এফসি (Mumbai City FC) ঘরোয়া ফুটবলে ভাল করছে। পাঁচ ম্যাচের পর আইএসএল ২০২৩-২৪-এ একটিও ম্যাচ না হেরে দ্বিতীয় স্থানে রয়েছে দ্য আইল্যান্ডার্স। তবে মহাদেশীয় পর্যায়ে তাঁদের জন্য বিষয়গুলো একদমই ভালো নয়। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের 'ডি' গ্রুপে মুম্বই রয়েছে একেবারে তলার দিকে। অন্যদিকে, আল হিলাল (Al Hilal) যেন ফুটবলকে সহজ করে দিচ্ছে। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৪ ম্যাচে তারা গোল করেছে ১৪টি। সৌদি প্রো লিগে ১২টি ম্যাচ খেলে ৩২ পয়েন্ট ও শূন্যটি হার নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ব্লু ওয়েভস। এএফসি চ্যাম্পিয়ন্স লিগে তাদের দেখে মনে হচ্ছে শিরোপার দাবিদার এবং এই মুহূর্তে গ্রুপ ডি-র শীর্ষে রয়েছে তারা। Indian Football Squad for FIFA Qualifers: ঘোষিত ফিফা বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড, এফসি এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচের সম্ভাব্য ২৮ জনের তালিকা
🎥 | WATCH : Al-Hilal SFC have arrived at Courtyard by Marriot in Mumbai ahead of their Asian Champions League match against Mumbai City FC tomorrow at the DY Patil Stadium #Alhilal | #ACL | #IndianFootball pic.twitter.com/pmZMGunWDM
— 90ndstoppage (@90ndstoppage) November 5, 2023
কবে, কোথায় আয়োজিত হবে মুম্বই সিটি এফসি বনাম আল হিলাল, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ?
৬ নভেম্বর ডি ওয়াই পাতিল স্পোর্টস স্টেডিয়ামে (D Y Patil Sports Stadium) আয়োজিত হবে মুম্বই সিটি এফসি বনাম আল হিলাল, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ।
কখন থেকে শুরু হবে মুম্বই সিটি এফসি বনাম আল হিলাল, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ?
মুম্বই সিটি এফসি বনাম আল হিলাল, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন মুম্বই সিটি এফসি বনাম আল হিলাল, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ
সরাসরি টিভিতে মুম্বই সিটি এফসি বনাম আল হিলাল, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মুম্বই সিটি এফসি বনাম আল হিলাল, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন ফ্যানকোড অ্যাপে।