বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ মোহনবাগান দিবস উদযাপিত হচ্ছে।১৯১১ সালের এই দিনেই মোহনবাগান প্রথম ভারতীয় ক্লাব , ব্রিটিশ দলকে হারিয়ে ঐতিহ্যশালী আইএফএ শিল্ড জয় করেছিল। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে আজকের দিনটি মোহনবাগান দিবস হিসাবে পালিত হয়ে থাকে।
মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মোহনবাগান দিবসে ক্লাবের সদস্য সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন। ক্লাব কর্তৃপক্ষকে পাঠানো শুভেচ্ছাবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, এই দিনটি শুধুই মোহনবাগানের ইতিহাসে নয়, ভারতীয় ফুটবলের ইতিহাসেও একটি অবিস্মরণীয় অধ্যায়।
বার্তায় মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন, ১৯১১ সালের এই দিনেই মোহনবাগান ব্রিটিশ ক্লাবকে হারিয়ে আইএফএ শিল্ড জিতে প্রথম ভারতীয় ক্লাব হিসেবে জাতীয় গর্বের প্রতীক হয়ে ওঠে। তিনি লিখেছেন, এই জয় কেবল একটি ক্রীড়া সাফল্য নয়, ছিল এক অসামান্য গৌরবের মুহূর্ত, যা ভারতের অসংখ্য মানুষের মনে দেশাত্মবোধের আবেগ জাগিয়ে তোলে।
মুখ্যমন্ত্রী বলেন, শতবর্ষ পার করা এই প্রতিষ্ঠান ভবিষ্যতেও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলেই তাঁর বিশ্বাস।
Hon’ble Chief Minister of West Bengal, Mamta Bannerjee extends his warm wishes to Mohun Bagan on the auspicious occasion of 'Mohun Bagan Day' pic.twitter.com/gNznJ5YQHA
— Mohun Bagan Hub (@MohunBaganHub) July 29, 2025
আজ মোহনবাগান ক্লাব তাঁবুতে অমর একাদশে মাল্যদান করার পর ক্লাবের পতাকা উত্তোলন, ক্লাব মাঠে প্রাক্তন ফুটবলারদের ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় নেতাজী ইনডোর স্টেডিয়ামে মূল অনুষ্ঠান। যা শুরু সৌরেন্দ্র আর সৌম্যজিতের গানের মাধ্যমে। এরপরই তো একে একে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেরা ফুটবলার, সেরা স্ট্রাইকার, সেরা ক্রিকেটার, অ্যাথলেট এরকম নানাবিধ পুরস্কার প্রদানের পর আসবে সেই মাহেন্দ্রক্ষণ। অনুষ্ঠানে প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস যিনি মোহন জনতার কাছে টুটু বোস নামে অধিক জনপ্রিয় তিনি মঞ্চে উঠবেন ‘মোহনবাগান রত্ন’ সম্মান নিতে। এখন থেকেই মোহনবাগান জনতা অধীর আগ্রহে অপেক্ষায়, মোহনহবাগান রত্ন পুরস্কার লগ্নে সদস্য-সমর্থকদের উদ্দেশে কী বলবেন তিনি। শেষে ইমন চক্রবর্তীর সঙ্গীত পরিবেশেন।
'আমি কর্মকর্তা পল্টুর ফ্যান ছিলাম ছিলাম', বললেন টুটু বোস। বিস্তারিত: https://t.co/5KI3gZ9WNF#SangbadPratidin pic.twitter.com/LbM7nb1GmQ
— Sangbad Pratidin (@SangbadPratidin) July 29, 2025
মোহনবাগান দিবসে শুভেচ্ছা জানালেন আই এস এল ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কাঃ
A win that wasn’t just about football. It was about pride, identity, and a nation rising. 114 years later, still legendary.
Happy Mohun Bagan Day to #Mariners around the world. #JoyMohunBagan 💚♥ pic.twitter.com/bo1dsM4sbq
— Dr. Sanjiv Goenka (@DrSanjivGoenka) July 29, 2025