Mohun Bagan Super Giant vs FC Goa (Photo Credit: FC Goa/ X)

Mohun Bagan Super Giant vs FC Goa, Kalinga Super Cup 2025 Video Highlights: বুধবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্টকে (Mohun Bagan Super Giant) ৩-১ গোলে হারিয়ে কলিঙ্গ সুপার কাপের (Kalinga Super Cup) ফাইনালে পৌঁছে গেল এফসি গোয়া (FC Goa)। মানোলো মার্কেজের (Manolo Marquez) দলের হয়ে ২০ মিনিটে প্রথম গোল করেন ব্রিসন ফার্নান্দেজ (Brison Fernandes)। এরপর ২৩ মিনিটে বাস্তব রায়ের (Bastab Roy) তরুণ ব্রিগেডের হয়ে সমতাসূচক গোলটি করেন সুহেল ভাট (Suhail Bhat)। সমতায় খেলার ফাস্ট হাফ শেষ হলেও সেকেন্ড হাফে খেলা একতরফা হয়ে যায়। ৫১ মিনিটে গোয়ার হয়ে ইকার গুয়ারোতসেনা (Iker Guarrotxena) এবং ৫৮ মিনিটে বোরজা হেরেরার (Borja Herrera) গোলে মোহনবাগানের বিপক্ষে সহজ জয় নিশ্চিত হয়। Champions League: আর্সেনালকে প্রথম লেগে হারিয়ে ফাইনালের দিকে এগিয়ে গেল পিএসজি

মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া, কলিঙ্গ সুপার কাপ ২০২৫ ভিডিও হাইলাইটস

Jamshedpur FC vs Mumbai City FC, Kalinga Super Cup 2025 Video Highlights:  গতকাল যখন জামশেদপুর এফসি (Jamshedpur FC) এবং মুম্বই সিটি এফসির (Mumbai City FC) মধ্যে সুপার কাপ ম্যাচে মুখোমুখি হয় তখন সবাই আশা করছিল যে খেলা গোলশূন্য ড্রয়ে শেষ হবে তখনই ঘটে সেই ঘটনা। সেই পরিকল্পনার নায়ক ছিলেন রেই তাচিকাওয়া (Rei Tachikawa)। বুধবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচের শেষ মুহূর্তে জাপানি এই মিডফিল্ডার দুর্দান্ত এক গোল করে জামশেদপুরকে ১-০ ব্যবধানে এগিয়ে দিয়ে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছে দেন। শেষ পর্যন্ত রেড মাইনাররা আগের দুটি সংস্করণের সেমিফাইনালের দণ্ডি এবার পার করতে সক্ষম হয়। এফসি গোয়া শনিবার ফাইনালে খালিদ জামিলের দলের বিপক্ষে খেলবে।

মুম্বই সিটি এফসি বনাম জামশেদপুর এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৫ ভিডিও হাইলাইটস