সোমবার চেজ স্টেডিয়ামে দলের সেরা তারকা মেসিকে ছাড়াই মেজর লিগ সকারে (Major League Soccer) অরল্যান্ডো (Orlando City) র বিপক্ষে খেলতে নেমেছিল ইন্টার মায়ামি (Inter Miami) ইনজুরির কারণে মেসি আগের ম্যাচটি মিস করেন পুমাসের বিপক্ষের। ওই ম্যাচে ৩-১ গোলে জিতেছিল ফ্লোরিডার দলটি। কিন্তু এদিন অরল্যান্ডোর বিপক্ষে মায়ামি হারল বড় ব্যবধানে, ৪-১ গোলে। অরল্যান্ডোর হয়ে জোড়া গোল করেছেন লুইস মুরিয়েল(Colombian striker Luis Muriel ), একটি করে মার্টিন ওজেদা (Argentine midfielder Martin Ojeda ) ও মার্কো প্যাসালিচ (Croatian midfielder Marco Pasalic)। ইন্টার মায়ামির গোলটি ইয়ানিক ব্রাইটের (Italian midfielder Yannick Bright)

ইন্টার এন্ড কো স্টেডিয়ামে লুইস মুরিয়েল এর গোলে ২ মিনিটেই এগিয়ে যায় অরল্যান্ডো। মায়ামি তিন মিনিট পরই ব্রাইটের গোলে ১-১ করে। দ্বিতীয়ার্ধের শুরুতে এটাই ছিল ম্যাচের ফল।কিন্তু দ্বিতীয়ার্ধে মায়ামি আর গোল করতে পারে নি। তবে দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে মুরিয়েলের আবার একটি গোল করে জোড়া গোল করেন। এরপর ওজেদার ৫৮ মিনিটে ও প্যাসালিচের ৮৮ মিনিটের গোলে স্বস্তির জয় পায় অরল্যান্ডো।

মেসি বিহীন মায়ামিকে বড় ব্যাবধানে হারাল অরল্যান্ডোঃ

এই জয় দিয়ে পয়েন্ট টেবিলে ইন্টার মায়ামিকে পেছনে ফেলে দিল অরল্যান্ডো। ২৬ ম্যাচ শেষে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে তারা, ২৩ ম্যাচ খেলা মায়ামি ৪২ পয়েন্ট নিয়ে আছে ৬ নম্বরে।