Lionel Messi। (Photo Credits: IANS)

করোনাকে (Covid-19) জয় করলেন ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। গতকাল তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। তিনি এখন ফ্রান্সে ফিরে এসেছেন এবং আগামী কয়েকদিনের মধ্যেই অনুশীলন শুরু করবেন। সাতবারের ব্যালন ডি'অর বিজয়ী মেসি গত সপ্তাহে আর্জেন্টিনায় থাকাকালীন করোনাভাইরাসে আক্রান্ত হন। মেসি ছাডা়ও কোভিডে আক্রান্ত হন লেফট-ব্যাক জুয়ান বার্নাট (Juan Bernat), ব্যাকআপ গোলরক্ষক সার্জিও রিকো (Sergio Rico) এবং ১৯ বছর বয়সি মিডফিল্ডার নাথান বিতুমাজালা ( Nathan Bitumazala)। তাঁরাও ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন।

সোমবার ফ্রেঞ্চ কাপে ভ্যানেসের বিপক্ষে মেসির দল পিএসজি-র ৪-০ গোলে জয় পেয়েছে। মেসি সুস্থ হলেও তাঁকে প্রথম লিগ ১-র ম্যাচে পাওয়া যাবে কি না, তা জানায়নি ক্লাবটি। পিএসজি এক বিবৃতিতে বলেছে, "লিও মেসির টেস্টের ফল নেগেটিভ এসেছে। তিনি প্যারিসে ফিরে এসেছেন এবং আগামীদিনে তিনি দলের সঙ্গেই অনুশীলন করবেন।"

আরও পড়ুন: Johannesburg Test: সিরিজে সমতায় ফিরতে দক্ষিণ আফ্রিকার চাই ১২২ রান, সিরিজ জিততে ভারতের চাই ৮ উইকেট

গত গ্রীষ্মে বার্সেলোনা ছাড়ার পর থেকেই সেই ভাবে ছন্দে নেই মেসি। পিএসজি-র হয়ে ১১টি লিগে মাত্র ১টি গোল করেছেন। যদিও চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ৫টি গোল।