Lamine Yamal (Photo Credit: @bemigho66/ X)

Lamin Yamal Goal Video, UEFA Semifinal: এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিতে (Estadi Olímpic Lluís Companys) নাটকীয় এক ফুটবলের রাতে চ্যাম্পিয়ন্স লিগের (Champions League) ইতিহাসে নিজের নাম খোদাই করলেন লামিন ইয়ামাল (Lamin Yamal)৷ ১৭ বছর বয়সী বার্সেলোনা (Barcelona) তারকা সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউরোপের শীর্ষ প্রতিযোগিতার সেমিফাইনালে গোল করার রেকর্ড গড়েছেন৷ একই সঙ্গে কিলিয়ান এমবাপের (Kylian Mbappé) রেকর্ড ছাড়িয়ে গেছেন তিনি৷ মার্কাস থুরাম (Marcus Thuram) ও ডেনজেল ডামফ্রিসের (Denzel Dumfries) গোলে ইন্টার মিলানের (Inter Milan) কাছে ২-০ গোলে পিছিয়ে পড়া বার্সেলোনার হয়ে গোল করেন তিনি। নিখুঁত থ্রু বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে প্রথমবারের মতো বাঁ পায়ের শট ডান কোণায় জালে জড়ালে ইন্টার কিপার ইয়ান সোমারকে (Yann Sommer) কোনো সুযোগই দেননি তিনি। গোলটি আসে মাত্র ১৭ বছর ২৯১ দিন বয়সে। এর আগে ২০১৭ সালে এমবাপে ১৮ বছর ১৪০ দিন বয়সে জুভেন্টাসের বিপক্ষে মোনাকোর হয়ে সেমিফাইনালে গোল করেন। Kalinga Super Cup 2025 Video Highlights: গোয়ার কাছে হারল মোহনবাগান, মুম্বইকে হারিয়ে ফাইনালে জামশেদপুর; দেখুন ভিডিও হাইলাইটস

লামিন ইয়ামালের গোলের ভিডিও

২০২৪-২৫ চ্যাম্পিয়ন্স লিগ অভিযানে ইয়ামাল এখন ১১ ম্যাচে ৪ গোল এবং ৪ অ্যাসিস্ট করেছেন। তিনি প্রতিটি নকআউট রাউন্ডে গোল করেছেন, যা যে কোনও বয়সের খেলোয়াড়ের জন্য বিরল কীর্তি, একজন কিশোরের জন্য তো দূরের কথা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার ম্যাচে মাত্র ৩০ সেকেন্ড মার্কাস থুরাম চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দ্রুততম গোলের নতুন রেকর্ড গড়েন। এরপর বার্সেলোনার রক্ষণভাগের দুর্বলতাকে পুঁজি করে ২১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ইন্টারের ডেনজেল ডামফ্রিস।

বার্সেলোনা বনাম ইন্টার মিলান, উয়েফা সেমিফাইনাল

কাতালানদের বিপদ থেকে উদ্ধার করতে ২৪ মিনিটে গোল করেন ১৭ বছর বয়সী লামিন ইয়ামাল। এরপর ৩৮তম মিনিটে খুব কাছ থেকে ফেরান তোরেসের (Ferran Torres) গোলে সমতায় ফেরে বার্সেলোনা। কিন্তু ইন্টারও ছেড়ে কথা বলেনি। সেকেন্ড হাফে ৬৩ মিনিটে আবারও গোল করেন ডামফ্রিস। তবে বার্সেলোনার জন্য খেলা তখনও বাকি ছিল। ৬৫ মিনিটে ইন্টার গোলরক্ষক ইয়ান সোমার আত্মঘাতী গোল করে খেলে ৩-৩ ব্যবধানে শেষ হয়। এখন মঙ্গলবার মিলানের সান সিরোতে দ্বিতীয় লেগের ম্যাচ দিয়ে এই রুদ্ধশ্বাস ম্যাচের আসল আসতে চলেছে।