Kerala Blasters (Photo Credit: Kerala Blasters/ Twitter)

হিরো সুপার কাপে ৮ এপ্রিল কোঝিকোড়ের ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে (EMS Corporation Stadium, Kozhikode) কেরালা ব্লাস্টার্স এফসির (Kerala Blasters FC) মুখোমুখি হবে রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি (RoundGlass Punjab FC)। হিরো সুপার কাপ জেতার লক্ষ্যে ঘরের মাঠের কন্ডিশনকে পুরোপুরি কাজে লাগাতে চাইবে কেরালা ব্লাস্টার্স। চলতি মরশুমে ইন্ডিয়ান সুপার লিগে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করেছিল ইভান ভুকোমানোভিচের দল। কিন্তু প্লে-অফে বেঙ্গালুরু এফসির কাছে হারের পর ইন্ডিয়ান সুপার লিগের শিরোপা জেতার স্বপ্ন অধরা থেকে যায় কেরলের দলটির। অন্যদিকে, রাউন্ডগ্লাস পাঞ্জাবের এই বছর ঘরোয়া মরসুমে দুরন্ত পারফরম্যান্স ছিল। এ বার আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর সুপার কাপ জয়ের আসায় মাঠে নামবে পাঞ্জাবের দলটি।

কবে, কোথায় আয়োজিত হবে কেরালা ব্লাস্টার্স এফসি বনাম রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি, হিরো সুপার কাপ?

কোঝিকোড়ের ইএমএস কর্পোরেশন স্টেডিয়ামে (EMS Corporation Stadium, Kozhikode) কেরালা ব্লাস্টার্স এফসি বনাম রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি, হিরো সুপার কাপের ম্যাচ আয়োজিত হবে।

কখন থেকে শুরু হবে কেরালা ব্লাস্টার্স এফসি বনাম রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি, হিরো সুপার কাপ?

হিরো সুপার কাপের কেরালা ব্লাস্টার্স এফসি বনাম রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসির ম্যাচ শুরু হবে ভারতীয় সময় রাত ৮ঃ৩০টায়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা

সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ অ্যাপে (Sony-Liv) এবং FanCode অ্যাপে।