Odisha FC players celebrate a goal against SC East Bengal (Photo credit: Twitter)

ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2021 22) ১৯ তম ম্যাচে রবিবার মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স ও ওড়িশা এফসি (Kerala Blasters FC vs Odisha FC)। গোয়ার ভাস্কো দা গামার তিলক ময়দান স্টেডিয়ামে হবে ম্যাচটি। কেরালা ব্লাস্টার্স এই মরসুমে এখনও জয়ের মুখ দেখেনি। এখনও পর্যন্ত তিনটি ম্যাচ খেলে ফেলেছে তারা। অন্যদিকে, ওড়িশা এফসি তাদের দু'টি খেলাতেই জিতেছে। কেরালা ব্লাস্টার্সের রাহুল কেপি আজ খেলবেন না। অন্যদিকে ওড়িশা এফসি দলে কোনও পরিবর্তন আনছে বলেই খবর।

গত ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ৬-৪ ব্যবধানে জয় নিঃসন্দেহে ওড়িশাকে এই ম্যাচে এগিয়ে রাখবে। এর আগে তারা বেঙ্গালুরু এফসিকেও ৩-১ গোলে হারিয়েছে। কেরালা এটিকে মোহনবাগানের কাছে উদ্বোধনী ম্যাচে ২-৪ ব্যবধানে হেরেছে। পরে, নর্থইস্ট ইউনাইটেড ও বেঙ্গালুরু এফসি-র সঙ্গে ড্র করেছে।

কেরালা ব্লাস্টার্স বনাম ওড়িশা এফসি ম্যাচটি কখন আছে?

কেরালা ব্লাস্টার্স বনাম ওড়িশা এফসি ম্যাচ ৫ ডিসেম্বর, রবিবার খেলা হবে।

কেরালা ব্লাস্টার্স বনাম ওড়িশা এফসি ম্যাচ কোথায় হবে?

কেরালা ব্লাস্টার্স বনাম ওড়িশা এফসি ম্যাচ ভাস্কোর তিলক ময়দানে খেলা হবে।

কেরালা ব্লাস্টার্স বনাম ওড়িশা এফসি ম্যাচ কখন শুরু হবে?

কেরালা ব্লাস্টার্স বনাম ওড়িশা এফসি ম্যাচটি শুরু হবে সন্ধে সাড়ে ৭টায়।

কেরালা ব্লাস্টার্স বনাম ওড়িশা এফসি ম্যাচ কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?

কেরালা ব্লাস্টার্স বনাম ওড়িশা এফসি ম্যাচটি Star Sports নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD, Star Sports First, Star Sports 1 Hindi, Star Sports 1 Hindi HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Kannada, Star Sports 1 Telugu, Star Sports 1 Marathi, and Star Sports 1 Bangla ও জলসা মুভিজ চ্যানেলে দেখা যাবে।

কেরালা ব্লাস্টার্স বনাম ওড়িশা এফসি ম্যাচ লাইভ স্ট্রিমিং কী ভাবে দেখবেন?

কেরালা ব্লাস্টার্স বনাম ওড়িশা এফসি ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar ও Jio TV-তে