Kalinga Super Cup Live Streaming: জামশেদপুর এফসি বনাম শিলং লাজং এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪; সরাসরি দেখবেন যেখানে
Jamshedpur FC (Photo Credit: @JamshedpurFC/ X)

জামশেদপুর এফসি (Jamshedpur FC) তাদের আসন্ন ম্যাচে শিলং লাজং এফসির (Shillong Lajong FC) বিরুদ্ধে কলিঙ্গ সুপার কাপ শেষ ম্যাচ খেলবে। দুই ম্যাচে দুই জয় নিয়ে বর্তমানে 'বি' গ্রুপের শীর্ষে তারা। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেয়েছিল তারা। জামশেদপুর এখন অপরাজিত থেকে গ্রুপ পর্ব শেষ করার আশা করবে কারণ তাদের প্রতিপক্ষ শিলং লাজং তাঁদের চেয়ে বেশ দুর্বল। শিলং লাজং তাদের আগের দুটি গ্রুপ ম্যাচ হেরে প্লে অফে যেতে পারবে না। সবশেষ নর্থইস্ট ইউনাইটেডের কাছে ২-১ গোলে হেরেছিল তারা। শিলং এখন কেবল জামশেদপুরের বিপক্ষে জয় তুলে তাদের টুর্নামেন্ট ভালোভাবে শেষ করার আশা করতে পারে।জামশেদপুর এফসি বনাম শিলং লাজং এফসির মধ্যে সুপার কাপের ম্যাচটি হবে আজ ২০ জানুয়ারি কলিঙ্গ পিচ ১-এ। BPL 2024 Live Streaming: ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪, সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে

কবে, কোথায় আয়োজিত হবে জামশেদপুর এফসি বনাম শিলং লাজং এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ?

২০ জানুয়ারি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে প্রথম পিচে (Kalinga Stadium Pitch 1, Bhubaneswar) আয়োজিত হবে জামশেদপুর এফসি বনাম শিলং লাজং এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ।

কখন থেকে শুরু হবে জামশেদপুর এফসি বনাম শিলং লাজং এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ?

জামশেদপুর এফসি বনাম শিলং লাজং এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ০০টোয়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন জামশেদপুর এফসি বনাম শিলং লাজং এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ

সরাসরি টিভিতে জামশেদপুর এফসি বনাম শিলং লাজং এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন জামশেদপুর এফসি বনাম শিলং লাজং এফসি, কলিঙ্গ সুপার কাপ ২০২৪ ম্যাচ

সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।