বাংলাদেশ প্রিমিয়ার লিগের (BPL 2024) তিন নম্বর ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল (Fortune Barishal) ও রংপুর রাইডার্স (Rangpur Riders)। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। গত মরসুমে রাইডার্স মরসুমে প্লে অফে উঠে কিন্তু বাছাইপর্বে ছিটকে যায়। এদিকে, ২০২৩ সালে এলিমিনেটরের অগ্রসর হতেই ব্যর্থ হওয়ার পরে বরিশাল এই মরসুমে ঘুরে দাঁড়াতে চাইবে। তামিম বরিশালকে নেতৃত্ব দেবেন তাই অবশ্যই নজর থাকবে তাঁর ওপেনারের দিকে। বিপিএলে ৮৯ ম্যাচে ২ সেঞ্চুরি ও ২৫টি ফিফটিসহ ২ হাজার ৯৩০ রান করেছেন তামিম। এছাড়া আসন্ন আসরে বরিশালের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মেহেদী হাসান মিরাজ। বিপিএলের ৭৫ ম্যাচে চারটি হাফ সেঞ্চুরিসহ ১৮.১৮ গড় ও ১২০.১৯ স্ট্রাইক রেটে এক হাজার রান করেছেন তিনি। অন্যদিকে, গত কয়েক মরসুমে বরিশালের হয়ে প্রতিনিধিত্ব করার পর রংপুর রাইডার্সের হয়ে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছেন সাকিব আল হাসান। বিপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় চতুর্থ স্থানে আছেন সাকিব, ১০০ ম্যাচে ২৭.৪৬ গড়ে ১১টি হাফসেঞ্চুরিসহ ২ হাজার ১৪২ রান করেছেন। BBL Knockout Live Streaming: পার্থ স্কর্চার্স বনাম অ্যাডিলেড স্ট্রাইকার্স, নকআউট, বিগ ব্যাশ লিগ ২০২৩-২৪; সরাসরি দেখুন
BPL T20 2024: Match 03 | 1:30PM
Rangpur Riders vs Fortune Barishal | SBNCS#BPL | #BCB | #Cricket pic.twitter.com/ZSZeDhIFom
— BPL Bangladesh Premier League (@BPLofficialT20) January 20, 2024
রংপুর রাইডার্স স্কোয়াডঃ ব্র্যান্ডন কিং, নুরুল হাসান (অধিনায়ক), সাকিব আল হাসান, আজমতুল্লাহ ওমরজাই, শামিম হোসেন, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মেহেদী হাসান, মাইকেল রিপন, রনি তালুকদার, হাসান মাহমুদ, মাথিশা পাথিরানা, আবু হায়দার রনি, ফজলে মাহমুদ, হাসান মুরাদ, রিপন মণ্ডল, আশিকুর জামান, ইয়াসির মহম্মদ, ইহসানুল্লাহ।
ফরচুন বরিশাল স্কোয়াডঃ মুমিনুল হক (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, সৌম্য সরকার, শোয়েব মালিক, মুমিনুল হক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মহম্মদ সাইফউদ্দিন, ডুনিথ ওয়েলালাগে, মহম্মদ আমির, ইয়ানিক কারিয়া, পল স্টার্লিং, কামরুল ইসলাম, খালেদ আহমেদ, রাকিবুল হাসান, প্রীতম কুমার।
কবে, কোথায় আয়োজিত হবে ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ম্যাচ?
২০ জানুয়ারি মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে (Shere Bangla National Stadium, Dhaka) আয়োজিত হবে ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ম্যাচ।
কখন থেকে শুরু হবে ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ম্যাচ?
ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ০০টোয়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ম্যাচ
সরাসরি টিভিতে এফসি ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০২৪ ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে না, তবে বাংলাদেশে দেখবেন গাজী টিভিতে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্স, বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৪ ম্যাচ
ভারতে সরাসরি অনলাইনে দেখতে পাবেন ফ্যানকোড অ্যাপে।