Jamshedpur FC (Photo Credits: Twitter@JamshedpurFC)

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2021–22) আজ জামশেদপুর এফসি-র মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স এফসি (Jamshedpur FC vs Kerala Blasters)। বাম্বোলিমের অ্যাথলেটিক স্টেডিয়ামে ম্যাচটি খেলা হবে। নিজেদের গত ম্যাচে জামশেদপুর বেঙ্গালুরু এফসি-র কাছে পরাজিত হয়েছিল। ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দলটি লিগ টেবিলে ৫ নম্বরে রয়েছে। আজকের ম্যাচে জয় পেলে তারা আবারও শীর্ষ চারে জায়গা করে নেবে। পিটার হার্টলি এক ম্যাচের নির্বাসন কাটিয়ে আজ দলে ফিরছেন। তবে, কোমল থাটাল এখনও ইনজুরিতে ভুগছেন এবং পরবর্তী ৩ থেকে ৪টি ম্যাচে তিনি খেলতে পারবেন না বলেই মনে হচ্ছে।

কেরালা ব্লাস্টার্স এফসি রাহুল কেপিকে আজ দলে ফিরিয়ে আনবে। তিনি এতদিন লিগের বাইরের ছিলেন। যাইহোক, শিবিরে আর কোনও চোটের সমস্যা নেই। তবে, জামশেদপুরের বিপক্ষে আজ মাঠে নামবেন না জর্জে পেরেরা ডিয়াজ। আরও পড়ুন: Cristiano Ronaldo With Little Fan: পৃথিবীর সেরা উপহার শিশুরা, খুদে সমর্থকের সঙ্গে মুষ্টি মিলিয়ে বললেন রোনাল্ডো

জামশেদপুর এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচটি কখন আছে?

জামশেদপুর এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ ১০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার খেলা হবে।

জামশেদপুর এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ কোথায় হবে?

জামশেদপুর এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ গোয়ার বাম্বোলিমের অ্যাথলেটিক স্টেডিয়ামে খেলা হবে।

জামশেদপুর এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ কখন শুরু হবে?

জামশেদপুর এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচটি শুরু হবে সন্ধে সাড়ে ৭টায়।

জামশেদপুর এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ কোন টিভি চ্যানেলগুলিতে সরাসরি সম্প্রচার হবে?

জামশেদপুর এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচটি Star Sports নেটওয়ার্ক সরাসরি সম্প্রচার করবে। Star Sports 1, Star Sports 1 HD, Star Sports 2, Star Sports 2 HD, Star Sports First, Star Sports 1 Hindi, Star Sports 1 Hindi HD, Star Sports 1 Tamil, Star Sports 1 Kannada, Star Sports 1 Telugu, Star Sports 1 Marathi, and Star Sports 1 Bangla ও জলসা মুভিজ চ্যানেলে দেখা যাবে।

জামশেদপুর এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচ লাইভ স্ট্রিমিং কী ভাবে দেখবেন?

জামশেদপুর এফসি বনাম কেরালা ব্লাস্টার্স এফসি ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে Disney+ Hotstar ও Jio TV-তে