শনিবার ইন্ডিয়ান সুপার লিগে ওড়িশা এফসি (Odisha FC) ও মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) গোলশূন্য ড্র করেছে। তবে গোলের ব্যবধান বেশী থাকায় সার্জিও লোবেরার কোচের দল পয়েন্ট টেবিলের দৌড়ে এগিয়ে রয়েছে। তবে, তারা মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে ঘরের মাঠে সুযোগ ব্যবহার করতে পারেনি এবং আইএসএলে আন্তোনিও লোপেজ হাবাসের অধীনে তাদের অপরাজিত ধারাবাহিকতা বজায় রাখতে বেশ সাহায্যই করেন। তবে ইসাক ভানলালরুয়াতফেলা ও আলবেনিয়ান স্ট্রাইকার আরমান্দো সাদিকু দলের হয়ে সুযোগ পেলেও কিছু করতে পারেনি। বিশেষ করে ইসাক মেরিনার্সের জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছিলেন অন্যদিকে, খুব কাছ থেকে আসা বেশ কয়েকটি সুযোগ কাজে লাগাতে না পারার জন্য আফসোস করবেন সাদিকু। ২৬ ও ৩৪ মিনিটে যথাক্রমে বক্সের প্রান্তে এবং সেন্টারে থাকাকালীন আশিস রাই এবং সাহাল আব্দুল সামাদ তার জন্য ডেলিভারি তৈরি করেন। কিন্তু দ্বিতীয়ার্ধে অমরিন্দর সিংকে টপকাতে পারেননি দিমিত্রি পেত্রাতোস। Hockey India Coach Resigns: হকি ইন্ডিয়ার বিরুদ্ধে গুরুতর অভিযোগের পর প্রধান কোচের পদ থেকে পদত্যাগ জ্যানেকে শোপম্যানের
The spoils are shared in Kalinga.
Watch ISL 2023-24 LIVE on Sports 18, VH1 & JioCinema!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball #ISLonJioCinema #ISLonSports18 pic.twitter.com/EBsotyN2cr
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) February 24, 2024
শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) সুনীল ছেত্রীর ১৫০ ম্যাচে হায়দরাবাদ এফসিকে ২-১ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরল বেঙ্গালুরু এফসি। শুরুটা হয়েছিল স্প্যানিশ মিডফিল্ড মায়েস্ত্রো জাভি হার্নান্দেজের গোলের খাতা খোলার মধ্য দিয়ে। হায়দরাবাদ এফসি-র পাঁচ ম্যাচ কোনও গোল না করার ধারা ভেঙ্গে গোল করেন রামলাঞ্চুঙ্গা, তবে শিবশক্তি নারায়ণন গোল করে বেঙ্গালুরু এফসির শেষ হাসি নিশ্চিত করে। এই জয়ে ষষ্ঠ স্থানে থাকা জামশেদপুর এফসির থেকে মাত্র দুই পয়েন্ট কম নিয়ে অষ্টম স্থানে উঠে এসেছে ব্লুজরা।
Three points at the Fortress! #WeAreBFC #BFCHFC pic.twitter.com/oiAKPsZmBu
— Bengaluru FC (@bengalurufc) February 24, 2024