SC East Bengal vs Mumbai City FC: আইএসএলে আজ এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি মুম্বাই সিটি এফসি; জেনে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
SC East Bengal (Photo: Twitter)

ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ এসসি ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে মুম্বাই সিটি এফসি (SC East Bengal vs Mumbai City FC)। গোয়ার তিলক ময়দানে হবে এই ম্যাচ। এর আগের ম্যাচে মুম্বইয়ের কাছে ৩-০ গোলে হেরেছে ইস্টবেঙ্গল। লিগ টেবিলে বর্তমানে ১০ নম্বরে রয়েছে কলকাতার দলটি। ১২ ম্যাচ খেলে তারা ২টিতে জয় ও ৪টিতে হেরেছে। ৬টি ম্যাচ ড্র করেছে। অন্যদিকে মুম্বাই সিটি এফসি ১১ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। তারা ২টি ড্র ও ১টি ম্যাচে হেরেছে। মুম্বই ৮টি ম্যাচ জিতেছে।

মুম্বাই সিটি এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: অমরিন্দর সিং, মন্দার রাও ডেসাই, মুর্তাদা ফ্যাল, হার্নান সান্টানা, অ্যামি রানাওয়াদে, আহমেদ জাহোহ, রাওলিন বোর্জেস, হুগো বাউমাস, রায়নার ফার্নান্দেস, বিপিন সিং, অ্যাডাম লে ফনড্রে

এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য একাদশ: দেবজিৎ মজুমদার, অঙ্কিত মুখোপাধ্যায়, ড্যানিয়েল ফক্স, স্কট নেভিল, নারায়ণ দাশ, মট্টি স্টেইনম্যান, সুরচন্দ্র সিং, মিলান সিং, অ্যান্টনি পিলিংটন, জ্যাক মাগোমা, ব্রাইট এনোভাখারে

পরিসংখ্যান: এর আগে দুই দল একটি ম্যাচ খেলেছে। সেই ম্যাচে মুম্বাই জিতেছে।