ইন্ডিয়ান সুপার লিগের (ISL 2020-21) ২৩ তম ম্যাচ আজ গোয়ার ভাস্কো দা গামার তিলক ময়দানে এসসি ইস্টবেঙ্গলের (SC East Bengal) মুখোমুখি হবে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। পর পর তিনটি ম্যাচ হেরে চাপে এসসি ইস্টবেঙ্গল। তাই আজকের ম্যাচ জিতে পয়েন্ট ঘরে তুলতে চাইবে লাল হলুদ শিবির। টুর্নামেন্টের প্রথম কলকাতা ডার্বিতে এটিকে মোহনবাগানর কাছেও হেরেছে তারা। পয়েন্ট টেবিলের একেবারে নীচে রয়েছে রবি ফাওলারের ছেলেরা। গত ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিরুদ্ধে যে লড়াকু মনোভাবের পরিচয় দিয়েছেন লাল-হলুদ শিবিরের খেলোয়াড়রা, তার মধ্যে অবশ্য লড়াইয়ে ফেরার স্পষ্ট ইঙ্গিত ছিল। চোট-আঘাত সমস্যা এখনও সে ভাবে কাটিয়ে উঠতে পারেনি রবি ফাউলারের দল। এই সীমাবদ্ধতা সত্ত্বেও ওয়েন কোইলের দলকে হারিয়ে তারা কি জয়ের পথে আসতে পারবে? এটাই এই ম্যাচে সবচেয়ে বড় প্রশ্ন।
অন্যদিকে, গত ম্যাচে জামশেদপুর এটিকে মোহনবাগানকে হারিয়ে চাঙ্গা রয়েছে। গতবার চেন্নাইন এফসি-কে ফাইনালে তোলা কোচ ওয়েন কোইল এ বার জামশেদপুরের কোচ। কোচ ওয়েন খুশি যে তাঁর ছেলেরা কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচ জিতেছে। এবং তিনি আশাবাদী এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াইয়ে একই ধারা বজায় থাকবে। আরও পড়ুন: Paolo Rossi Dies: প্রয়াত ৮২-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক পাওলো রসি
এসসি ইস্টবেঙ্গলের সম্ভাব্য প্রথম একাদশ: দেবজিৎ মজুমদার, রানা ঘারামি, শেহনাজ সিং, নারায়ণ দাস, স্কট নেভিল, ম্যাটি স্টেইনম্যান, সুরচন্দ্র সিং, ওয়াহেংবাম অ্যাঙ্গোসানা, অ্যান্টনি পাইকিংটন, জ্যাক মাগোমা, বলবন্ত সিং।
জামশেদপুর এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: টিপি রেহেনেশ, লালদ্দিনিয়ানা রেন্থলি, পিটার হার্টলি, স্টিফেন ইজে, রিকি লাল্লামামা, আইটার মনরোয়, মোবাশির রেহমান, অ্যালেক্স লিমা, জ্যাকিচাঁদ সিং, আইজাক ভানমালসোমা, নেরিজাস ভালস্কিস।
পরিসংখ্যান: দুই দল আজই প্রথমবার একে অপরের বিরুদ্ধে খেলবে।