বিশ্বকাপজয়ী পাওলো রসি (Photo Credits: Juventus Fans NYC @NycJuventus)

রোম, ১০ ডিসেম্বর: প্রয়াত ১৯৮২-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক তথা ইতালিয় ফুটবলার পাওলো রসি (Paolo Rossi)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। বৃহস্পতিবার সকালে এই কিংবদন্তী ফুটবলারের মৃত্যুর খবর প্রকাশ্যে আনে সেদেশের টিভি চ্যানেল আরএআই স্পোর্টস। ১৯৮২-র বিশ্বকাপ ছিল পাওলো রসির কেরিয়ারের স্বর্ণযুগ। জুভেন্তাস ও এসি মিলানে খেলা সর্বকালের সেরা ফরোয়ার্ডদের একজন হলেন পাওলো রসি। আরও পড়ুন-Jharkhand Rape Shocker: স্বামীকে বন্দি করে গৃহবধূকে গণধর্ষণ ১৭ জনের, ঝাড়খণ্ডে চাঞ্চল্য

৮২-র বিশ্বকাপ ফুটবলে তিনিই ছিলেন সর্বোচ্চ গোলদাতা। ফাইনাল ম্যাচে তৎকালীন পশ্চিম জার্মানির বিরুদ্ধে প্রথম গোলটি করেছিলেন পাওলো রসি। বিশ্বকাপে ৩-১ গোলে জয় যেন তাঁর পায়েই সুনিশ্চিত হয়েছিল সেদিন। ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। এই ম্যাচটিতে ৩-২ গোলে জিতে যায় ইতালি। ম্যাচ বের করে আনার নায়ক সেই পাওলো রসি। সেমি ফাইনালে পোল্যান্ডের বিরুদ্ধেও ২ টি গোল করেন তিনি। করোনাকালে একে একে নিভিছে দেউটি। মারাদোনাকে হারানোর ক্ষত এখনও টাটকা। তার মধ্যে চলে গেলেন পাওলো রসি। ফুটবলপ্রেমীদের মনে শোকের অন্ধকার আরও গাঢ় হল।