ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ ওড়িশা এফসি-র মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স এফসি (Odisha FC vs Kerala Blasters FC)। গোয়ার ফতোর্দা স্টেডিয়ামে হবে এই ম্যাচ। লিগে ১৫টি ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচ জিতেছে ওড়িশা এফসি। গত ম্যাচে তারা এটিকে মোহনবাগানের কাছে ১-৪ গোলে হেরেছে। তাই কেরালার বিরুদ্ধে আজ জিততে না পারলে তারা লিগ থেকে ছিটকে যাবে। তবে চলমান সংস্করণে কলিঙ্গ ওয়ারিয়র্সরা কেরালাকে ৪-২ গোলে হারিয়েছিল একবার এবং ম্যানেজার গেরি পাইটন তাই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। এদিকে, কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্সরা ১৬ ম্যাচ থেকে ১৫ পয়েন্ট তুলেছে। তাই প্রতিপক্ষের তুলনায় কিছুটা ভালো অবস্থানে রয়েছে তারা। এমনকি প্লে অফে যাওয়ারও সুযোগ রয়েছে।
ওড়িশা এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: আর্শদীপ সিং, মহম্মদ সাজিদ ধট, গৌরব বোরা, জ্যাকব ট্র্যাট, রকেশ প্রধান; কোল আলেকজান্ডার, পল রামফাঙ্গজৌভা, বিনিত রায়, জেরি মাভিহমিংথঙ্গা; দিয়েগো মরিসিও, ম্যানুয়েল ওনউউ।
কেরালা ব্লাস্টার্স এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: অ্যালবিনো গোমস; কোস্টা ন্যামোইনসু, বেকারি কোন, সন্দীপ সিং, যোনড্রেম্বেম ডেনিচন্দ্র; জুন্দে, ভিসেন্টে গোমেজ; প্রশান্ত করুদাথথকুনি, সাহাল আবদুল সামাদ, রাহুল কেপি; জর্ডন মারে।
পরিসংখ্যান: দুই দল এর আগ ৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে। ১টি ম্যাচে জিতেছে ওড়িশা এফসি। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।