ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) আজ কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে ওড়িশা এফসি (Kerala Blasters FC vs Odisha FC)। বাম্বোলিমের গোয়া মেডিকেল কলেজ মাঠে হবে এই ম্যাচটি। জয়হীন ওড়িশা এফসি-র বিপক্ষে কেরালা তাদের দ্বিতীয় জয় পাওয়ার বিষয়ে আশাবাদী। কিবু ভিকুনার কেরালা ব্লাস্টার্সরা তাদের প্রথম ৬টি ম্যাচের ৩টিতে ড্র করেছিল এবং ৩টিতে হেরেছে। ব্লাস্টার্সরা প্রথম জয় পেয়েছিল হায়দরাবাদ এফসিকে ২-০ গোলে হারিয়ে। যদিও মুম্বাই সিটি এফসির কাছে শেষ ম্যাচে আবারও তাদের হারতে হয়েছে।
অন্যদিকে ওড়িশা এফসি লিগের একমাত্র দল যারা এখনও জয়ের মুখ দেখেনি। ৮টি ম্যাচ খেলে তাদের ঝুলিতে মাত্র ২ পয়েন্ট রয়েছে। যা তারা জামশেদপুর এফসি এবং নর্থইস্ট ইউনাইটেড এফসি-র সঙ্গে ড্র করে পেয়েছে। নিজেদের গত ম্যাচ ইস্টবেঙ্গলের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে স্টুয়ার্ট বাক্সটারের দল।
কেরালা ব্লাস্টার্স-র সম্ভাব্য প্রথম একাদশ: অ্যালবিনো গোমস; নিশু কুমার, সন্দীপ সিং, বাকারি কোন, জেসেল কার্নেইরো; জ্যাকসন সিং, ভিসেন্টে গোমেজ, রাহুল কেপি; সাহাল আবদুল সামাদ, ফ্যাসুন্দো পেরেরেরা, জর্ডান মারে।
ওডিশা এফসি-র সম্ভাব্য প্রথম একাদশ: আর্শদীপ সিং; হেন্ড্রি অ্যান্টোনে, গৌরব বোরা, স্টিভেন টেলর, শুভম সারঙ্গি; জ্যাকব ট্র্যাট, কোল আলেকজান্ডার, ড্যানিয়েল লালহ্লিম্পুয়া; জেরি মাভিহমিংথঙ্গ, ম্যানুয়েল ওনউউ, দিয়েগো মরিসিও।
পরিসংখ্যান: এর আগে দুই দল ২টি ম্যাচ খেলেছে। দুটি ম্যাচই ড্র হয়েছে।