রবিবার ইন্ডিয়ান সুপার লিগে (ISL 2020-21) জামশেদপুর এফসি-র মুখোমুখি হবে কেরালা ব্লাস্টার্স এফসি (Jamshedpur FC vs Kerala Blasters FC)। ভাস্কোর তিলক ময়দানে হবে এই ম্যাচ। লিগ টেবিলের দশম স্থানে থাকা কেরালা তাদের শেষ দুটি ম্যাচে মুম্বাই সিটি এফসি ও ওড়িশা এফসি-র কাছে হেরেছে। এর আগের খেলায় জামশেদপুর বেঙ্গালুরু এফসিকে ১-০ গোলে হারিয়েছে এবং কেরালকে হারালে টেবিলে তৃতীয় স্থানে উঠে আসার সুযোগ রয়েছে।
কেরালা ব্লাস্টার্স এফসি-র সম্ভাব্য একাদশ: অ্যালবিনো গোমেস; নিশু কুমার, সন্দীপ সিং, আবদুল হাক্কু, জেসেল কার্নেইরো; জ্যাকসন সিং, ভিসেন্টে গোমেজ, রাহুল কেপি; সাহাল আবদুল সামাদ, ফ্যাসুন্দো পেরেরেরা, জর্ডান মারে।
জামশেদপুর এফসি-র সম্ভাব্য একাদশ: টি পি রেহেনেশ; লালদিনিয়ানা রেন্থলি, পিটার হার্টলি, স্টিফেন ইজে, রিকি লাল্লামামা; মোহাম্মদ মোবাশির, এটার মনরোয়; জ্যাকিচাঁদ সিং, অ্যালেক্স লিমা, অনিকেত যাদব; নেরিজাস ভালস্কিস।
পরিসংখ্যান: দুই দল এর আগে ৬ বার মুখোমুখি হয়েছে। ২ বার জিতেছে জামশেদপুর। বাকি ৪টি ম্যাচ ড্র হয়েছে।