ISL 2020-21: জেনে নিন আসন্ন আইএসএলে হায়দরাবাদ এফসি, জামশেদপুর এফসি, কেরালা ব্লাস্টার্স ও মুম্বই সিটি এফসির টিম প্রোফাইল
ISL 2020-2021। (Photo Credits: Twitter @IndSuperLeague)

আর দিনদুয়েক পর ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে আইএসএল (ISL)। প্রথম ম্যাচেই মুখোমুখি হতে চলেছে ২০১৯ আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান (ATK Mohun Bagan) এবং কেরল ব্লাস্টার (Kerala Blasters)। ম্যাচ চলবে মার্চ, ২০২১ পর্যন্ত। ১১ দলকে নিয়ে গোয়ায় শুরু হচ্ছে এবারের আইএসএল (ISL 2020-21) সপ্তম মরশুমের সূচি। প্রথম ম্যাচটি গোয়ার বাম্বোলিমে জিএমসি স্টেডিয়ামে হবে সন্ধে সাড়ে সাতটায়।

পুরো লিগটি গোয়ায় একটি বায়ো-সিকিওর বাবলের অধীনে খেলা হবে। খেলা হবে ফাতোর্দার জেএল নেহরু স্টেডিয়াম, জিএমসি স্টেডিয়াম (বাম্বোলিম) এবং তিলক ময়দানে (ভাস্কো)। এই মরশুমে ম্যাচের সংখ্যা ৯৫ থেকে বাড়িয়ে ১১৫টি করা হয়েছে। ১১ টি ক্লাব ডাবল রাউন্ড-রবিন ফর্ম্যাটে একে অপরের বিরুদ্ধে খেলবে। শীর্ষ ৪টি ক্লাব প্লে অফে জায়গা করে নেবে। প্রতি রবিবারে থাকছে ফিরতি ম্যাচ। ১১ রাউন্ডে মোট ৬টি ফিরতি ম্যাচ খেলা হবে।

দেখে নেওয়া যাক হায়দরাবাদ এফসি, জামশেদপুর এফসি, কেরালা ব্লাস্টার্স ও মুম্বই সিটি এফসির টিম প্রোফাইল-

হায়দরাবাদ এফসি

হেড কোচ- ম্যানুয়েল মার্কেজ রোকা

গোলকিপার- লালবিয়াখলুয়া জঙ্গতে, লক্ষ্মীকান্ত কাট্টিমানি, মানস দুবে এবং সুব্রত পাল

ডিফেন্ডার- আকাশ মিশ্রা, আশিস রাই, চিংলেঙসানা সিং, ডিম্পল ভগৎ, কিংসাইলং খোঙ্গসিত, নিখিল প্রভু, ওদেই ওনাইন্ডিয়া, সাহিল পানোয়ার।

মিডফিল্ডার- অভিষেক হালদার, আদিল খান, শাহিদ টাভরা, হালিচরণ নার্জারি, হিতেশ শর্মা, জোয়াও ভিক্টর, লালদানমাবিয়া রালতে, লুইস শাস্ত্রে, মার্ক জোথানপুইয়া, মহম্মদ ইয়াসির, নিখিল পূজারি, সৌভিক চক্রবর্তী, সুইডেন ফার্নান্দেস।

ফরওয়ার্ড- অ্যারিডান সান্টানা, ফ্রান সান্দাজা, ঈশান দে, জোয়েল চিয়ানিজ, লালাওম্পুয়া, লিটন কোলাকো, রোহিত দানু।

জামশেদপুর এফসি

হেড কোচ- ওয়েন কোয়েল

গোলকিপার- নীরজ কুমার, পবন কুমার, রাজ মাহাতো, টিপি রেহেনেশ, বিশাল যাদব

ডিফেন্ডার- জয়নার লরেনকো, করণ আমিন, লালদিনলিয়ানা রেন্থলি, মানস প্রতীম গগোই, নরেন্দ্র গেহলট, পিটার হার্টলি, রিকি লাল্লাওমাওমা, সন্দীপ মান্দি, স্টিফেন ইজ, সুভাষ বড়ুয়া।

মিডফিল্ডার- এটার মনরো, আলেকজান্ডার লিমা, অমরজিৎ সিং, বিলু তেলি, গৌরব, গোরাচাঁদ মামদী, হর্ষা পারুই, ইসাক ভানমালসৌমা, জিতেন্দ্র সিং, মহম্মদ মোবাশির, মনিসানা সিং, জ্যাকিচাঁদ সিং

ফরওয়ার্ড- অনিকেত যাদব, ভূপেন্দ্র সিং, ডেভিড গ্র্যান্ড, জন ফিৎসগেরাল্ড, নেরিজস ভালস্কিস, সপম কেনেডি, উইলিয়াম লালনুনফেলা

কেরালা ব্লাস্টার্স

হেড কোচ- কিবু ভিকুনা

গোলকিপার- আলবিনো গোমস, বিলাল হোসেন খান, মুহিত খান, প্রভাসুখান সিং গিল

ডিফেন্ডার- আবদুল হাক্কু, বাকারি কোন, কোস্টা ন্যামোইনসু, জেসেল কারনেইরো, লালরুত্তরা, নিশু কুমার

মিডফিল্ডার- অর্জুন জয়রাজ, আয়ুশ অধিকারী, জ্যাকসন সিং, ভিনসেন্ট গোমেজ, লালথ্যাঙ্গা খওলরিং, গিভসন সিং, নংডম্বা নওরেম, প্রশান্ত করুঠাদথকুনি, রাহুল কেপি, ঋত্বিক দাস, রোহিত কুমার, সাহাল আবদুল সামাদ, সেয়েতিসেন সিং, সেন্টিগ্রেচেন্দ্রেন্দ্র

ফরওয়ার্ড- ফ্যাসুন্দো পেরেরেরা, গ্যারি হুপার, জর্ডন মারে, নওরেম মহেশ সিং, শাইবোর্লাং কে হারপান

মুম্বই সিটি এফসি

হেড কোচ- সেরজিও লবেরা

গোলকিপার- অমরিন্দর সিং, নিশীথ শেঠি, ফুরবা লাচেনপা, বিক্রম সিং

ডিফেন্ডার- আমে রানাওয়াদে, ভালপুইয়া, মন্দার রাও দেসাই, মেহতাব সিং, মহম্মদ রাকীপ, টন্ডনবা সিং, সার্থক গোলুই, মোরতদা ফল

মিডফিল্ডার- আহমেদ জাহোহ, বিদ্যানন্দ সিং, বিপিন সিং, সি গড্ডার্ড, ফারুখ চৌধুরী, হর্নান সান্টানা, হুগো বোমোস, আসিফ খান, প্রঞ্জল ভূমিজ, রেনিয়ার ফার্নান্দেস, রোলিন বোর্জেস, সৌরভ দাস, বিগনেশ দক্ষিণমূর্তি, বিক্রম সিং।

ফরওয়ার্ড- বার্থলোমিউ ওগবেচে, অ্যাডাম লে ফনড্রে

এবার আইএসএলে খেলবে ১১ টি দল। দলগুলি হল-এটিকে মোহনবাগান, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়ন এফসি, এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, জামশেদপুর এফসি, কেরালা ব্লাস্টার্স, মুম্বই সিটি এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড এবং এসসি ইস্টবেঙ্গল।