২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের (IFA World Cup 2022 Qualifiers) নতুন সূচি প্রকাশ করল এএফসি (AFC। ৮ অক্টোবর এশিয়া চ্যাম্পিয়ন কাতারের বিপক্ষে নামবে সুনীল ছেত্রীরা। এই খেলাটি করোনা মহামারীর কারণে স্থগিত হয়েছিল। এরপরে ভারত ১২ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে এবং ১৭ নভেম্বর আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে। ২৬ মার্চ গ্রুপ ই টাই-র ম্যাচে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ভারত বনাম কাতারের ম্যাচটি হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে তা পিছিয়ে দেওয়া হয়েছিল।
ফিফা বিশ্বকাপ কাতার ২০২২ বাছাই পর্বে ও ২০২৩ এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের (AFC Asian Cup China 2023 Qualifiers Preliminary) নতুন সূচির সম্পর্কে এশিয়ান ফুটবল কনফেডারেশন ইতিমধ্যেই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে অবহিত করেছে। এআইএফএফ-কে লেখা চিঠিতে এএফসি বলেছে, "বেশ কয়েক মাস উদ্বেগ নিয়ে অপেক্ষার পরে এখন বিশ্বব্যাপী পরিস্থিতির উন্নতি হয়েছে। তাই স্থগিত হওয়া ম্যাচগুলি পুনরায় খেলানোর পরিকল্পনা করা হয়েছে।" আরও পড়ুন: Hamza Koya Death: করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল এই প্রাক্তন ভারতীয় ফুটবলারের
বিশ্বকাপের বাছাই পর্বে ভারতের অবস্থা অবশ্য খুব একটা ভাল নয়। এখনও পর্যন্ত সুনীল ছেত্রীদের সংগ্রহ মোটে ৩ পয়েন্ট। আফগানিস্তান, কাতার এবং বাংলাদেশের বিরুদ্ধে ড্র করেছে টিম ইন্ডিয়া। একটিও জয় আসেনি। ভারতকে পরের রাউন্ডে যেতে হলে, নিজেদের শেষ তিন ম্যাচের তিনটিই জিততে হবে। এর মধ্যে দুটি ঘরের মাঠে এবং একটি বাংলাদেশের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ।