Representational Image | (Photo Credits: PTI)

করোনাভাইরাসে (Coronavirus) আক্রান্ত হয়ে মৃত্যু হল ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার হাজমা কোয়া (Hamza Koya)। শনিবার মাল্লাপুরমের (Mallapuram) একটি হাসপাতালে তিনি প্রয়াত হন। হাজমা সন্তোষ ট্রফিতে (Santhosh Trophy) ভারত ও মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছিলেন। এনিয়ে কেরালায় (Kerela) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল ১৫ জনের।

৬১ বছরের হাজমা কোয়া মুম্বইয়ের বিভিন্ন ফুটবল ক্লাবের হয়ে খেলেছেন। পরিবার সহ ২১ মে মুম্বই থেকে পারাপানাগাদিতে নিজের শহরে ফিরেছিলেন তিনি। তাঁর ছেলে বর্তমানে মুম্বইয়ে কাজ করছে। ২৬ মে প্রাক্তন ফুটবলারের শরীরে করোনাভাইরাসের লক্ষণ দেখা যায়। এরপর তাঁকে মাল্লাপুরমের মাঞ্জেরি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আরও পড়ুন: Yuvraj Singh Apologises: যুজবেন্দ্র চহল সম্পর্কে বিদ্বেষমূলক মন্তব্য, সমালোচনার মুখে ক্ষমা চাইলেন যুবরাজ সিং

দু'দিন আগে তাঁর প্রবল শ্বাসকষ্ট হয় এবং তাঁকে ভেন্টিলেটারে রাখা হয়েছিল। তবে ক্রমেই অবস্থা আরও খারাপ হয়ে যায়। শনিবার সকালে তিনি মারা যান। তাঁর পরিবারের ৫ সদস্য কোভিড পজিটিভ এবং চিকিৎসাধীন। তাঁদের অবস্থা স্থিতিশীল রয়েছে।