India vs Nepal Fight (Photo Credit: T Sports/ Twitter)

শনিবার বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের রাহুল ভেকে ও নেপালের বিমল ঘারতি মাগারের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ম্যাচের ৬৪ তম মিনিটে ভেকে এবং মাগার হেডারের জন্য এগিয়ে যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পড়ে যাওয়ার পর উঠে ভেকে মাগারে আক্রমণ করলে ভারত ও নেপালের অন্যান্য খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ভারতীয় কোচ ইগর স্টিমাক গত ম্যাচে পাকিস্তানের এক খেলোয়াড়কে থ্রো-ইন নিতে বাধা দিয়ে তার হাত থেকে বল ছিনিয়ে নিলে মাঠে উভয় পক্ষের খেলোয়াড়দের মধ্যে ঝগড়া শুরু হয়। গতকালের ম্যাচে এই বিতর্কের কয়েক মিনিট আগে মহেশ সিং নাওরেমের বাঁ দিক থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন সুনীল ছেত্রী। ৬১ তম মিনিটে ছত্রী শান্তভাবে গোলরক্ষকের কাছ থেকে বলটি জালে জড়িয়ে ভারতকে ১-০ গোলে এগিয়ে দেন। ৭০ তম মিনিটে মহেশ আরেকটি গোল করে ভারতের জয় নিশ্চিত করেন। FC Goa, ISL 2023: তরুণ উইঙ্গার বরিস সিং থাংজামকে দলে নিল এফসি গোয়া

দেখুন ভিডিও